সর্বোচ্চ রান বেয়ারস্টোর-উইকেট রশিদের, রুটের ভবিষ্যদ্বাণী

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রশিদের ১৫০তম ওয়ানডেতে ওপেনিংয়ে ডাকেটের সঙ্গী স্মিথ

২৮ মে ২৫
ফাইল ছবি

বিশ্বকাপের খুব বেশিদিন বাকি নেই। আসন্ন এই বিশ্ব আসরে কোন কোন ক্রিকেটার আলো ছড়াতে পারেন তা নিয়ে এখনই জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট মনে করেন এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন জনি বেয়ারস্টো।


আর সর্বোচ্চ উইকেশিকারি হিসেবে আদিল রশিদের নাম বলেছেন রুট। আগামী ৫ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ইংলিশরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার শিরোপা ধরে রাখার চাপ কিছুটা হলেও থাকবে ইংল্যান্ডের ওপর।


promotional_ad

এ প্রসঙ্গে রুট বলেন, 'আমি জনি বেয়ারস্টোর কথা বলবো। সে এমন একজন যে সবসময় নিজেকে প্রমাণ করতে চায়। সে সাদা বলের দারুণ একজন ক্রিকেটার এবং সে টপ অর্ডারে আমাদের হয়ে ধারাবাহিকভাবে পারফরম্যান্সও করেছে।'


আরো পড়ুন

দ্রাবিড়কে ছাড়িয়ে ক্রিম্পস অ্যান্ড পপ কেনার পেন্স ও স্লিপ ফিল্ডিং শুরুর গল্প শোনালেন রুট

১২ জুলাই ২৫
বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে কারুন নায়ারের দুর্দান্ত ক্যাচ নিয়ে রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে গেলেন জো রুট

রুট মনে করেন ভারতের কন্ডিশনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন আদিল রশিদ। বিশেষ করে মাঝের ওভারগুলোতে তার বোলিং বড় পার্থক্য গড়ে দিতে পারে। লম্বা সময় ধরেই এই দায়িত্ব পালন করে আসছেন আদিল। বিশ্বকাপেও তার কাঁধে সেই দায়িত্ব থাকবে বলে মনে করেন রুট।


তিনি বলেন, 'তার বিভিন্ন রকমের দক্ষতা ও বৈচিত্র রয়েছে। আমরা জানি মাঝের ওভারগুলোতে উইকেট নেয়া কতটা গুরুত্বপূর্ণ। সে লম্বা সময় ধরেই এই দায়িত্ব পালন করছে আমাদের হয়ে এবং আমি অনুমান করতে পারি এই ধরনের উইকেটে তার বোলিং কতটা কঠিন হবে।'


ইংল্যান্ডের হয়ে ১২৬ ম্যাচে ১৮৪ উইকেট নিয়েছেন রশিদ। ভারতের কন্ডিশনে বরাবরই স্পিন বড় ভূমিকা রাখে। তাই এবার প্রতিটি দলই বাড়তি স্পিনার নিয়ে বিশ্বকাপে খেলতে যাচ্ছে। গত বিশ্বকাপেও ১১ উইকেট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে অবদান রেখেছিলেন রশিদ। এবারও তার দিকে তাকিয়ে থাকবে ইংলিশরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball