দ্রাবিড়কে ছাড়িয়ে ক্রিম্পস অ্যান্ড পপ কেনার পেন্স ও স্লিপ ফিল্ডিং শুরুর গল্প শোনালেন রুট

বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে কারুন নায়ারের দুর্দান্ত ক্যাচ নিয়ে রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে গেলেন জো রুট
বেন স্টোকসের অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া শর্ট অব লেংথ ডেলিভারিতে সহজাত ভঙ্গিতেই খেলতে চেয়েছিলেন কারুন নায়ার। তবে ইংলিশ অধিনায়কের ডেলিভারিতে প্রথম স্লিপে যাওয়ার আগে ভারতীয় ব্যাটারের ব্যাট ছুঁয়ে যায়। ক্ষিপ্রতার সঙ্গে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে দুর্দান্ত এক ক্যাচ জমালেন জো রুট। বল হাতে জমতেই শূন্যে ছুঁড়ে মেরে সতীর্থদের সঙ্গে উদযাপনে মেতে উঠলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার। নায়ারের ক্যাচ দিয়ে ছাড়িয়ে গেলেন রাহুল দ্রাবিড়কে।

promotional_ad

হেডিংলিতে দ্বিতীয় ইনিংসে জশ টাংয়ের বলে শার্দুল ঠাকুরের ক্যাচ দিয়ে ভারতীয় গ্রেটের পাশে নাম লিখিয়েছিলেন রুট। উইকেটকিপারের বাইরে ২১০ ক্যাচ নিয়ে এতদিন সবার উপরে ছিলেন দ্রাবিড়। তবে লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে নায়ারের ক্যাচ লুফে নিয়ে দ্রাবিড়কে ছাড়িয়ে সর্বোচ্চ ২১১ ক্যাচের মালিক এখন রুট। ইংল্যান্ডের ব্যাটারের বাইরে দুইশ ক্যাচ নেয়া ক্রিকেটারদের মাঝে খেলছেন কেবল স্টিভ স্মিথ।


আরো পড়ুন

সেঞ্চুরির পর ফিল্ডিংয়ে রুটের কীর্তি, বুমরাহর পাঁচের পর রাহুলের দৃঢ়তা

৭ ঘন্টা আগে
লর্ডসে ভারতকে আগলে রেখেছেন লোকেশ রাহুল

১৫৬ টেস্টের ২৯৬ ইনিংসে ২১১ ক্যাচ নিয়ে এমন কীর্তি গড়েছেন রুট। যেখানে ভারতীয় গ্রেট দ্রাবিড়ের ২১০ ক্যাচ নিতে খেলতে হয়েছিল ১৬৪ টেস্টে ৩১০ ইনিংস। সেঞ্চুরির পর ক্যাচের রেকর্ড গড়ার দিনে নিজের ছোটবেলার গল্প শুনিয়েছেন রুট। ফাইন লেগ ফিল্ডার থেকে কিভাবে স্লিপে জায়গা করে নিলেন সেটাও জানিয়েছেন তিনি নিজেই। রুটের স্লিপ কর্ডনে ফিল্ডিংয়ের শুরুটা হয়েছিল ২৫ বছর আগে শেফিল্ড কলেজিয়েট ক্রিকেট ক্লাবে।


রুটের বয়স যখন ৮ কিংবা ৯ তখন তাদের হয়ে খেলতেন। ছোটবেলায় ফাইন লেগে ফিল্ডিং করলেও সিনিয়দের প্রশ্নের জবাব দিয়ে স্লিপ ফিল্ডার হিসেবে সুযোগ তৈরি করে নেন তিনি। স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডাররা ম্যাচের পরিস্থিতি বিবেচনা করার পাশাপাশি ওভারের বলের সংখ্যা হিসেব রাখেন। সিনিয়র ক্রিকেটাররা রুটের কাছে ওভারে কয় বল বাকি সেটা জানতে চেয়েছিলেন। ঠিকঠাক উত্তর দিতে পারায় ২০ পেন্সও পেয়েছিলেন। যা দিয়ে ক্রিস্প অ্যান্ড পপ কিনে খেতেন রুট। এভাবেই স্লিপে বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার হয়ে উঠেছেন তিনি।


promotional_ad



আরো পড়ুন

ডিউক বল বিতর্কে জড়িয়ে ম্যাচ ফি হারাতে চান না বুমরাহ

২ ঘন্টা আগে
লর্ডসে একাই ৫ উইকেট নিয়েছেন জসপ্রিত বুমরাহ

লর্ডসে দ্বিতীয় দিনের খেলা শেষে বিবিসি স্পোর্টকে রুট সেই গল্প শুনিয়ে বলেন, ‘আমার বয়স যখন ৮ কিংবা ৯ বছর তখন আমি সাধারণত ফাইন লেগে ফিল্ডিং করতাম। ক্রিকেটে শেখার সময়টা এভাবেই কেটে যাচ্ছিল। আপনি যত বেশি খেলবেন তত বেশি খেলায় জড়িত হওয়ার বিষয়টা খুঁজে পাবেন। আমিও এভাবেই নিজের জায়গাটা ‍খুঁজে পাই।’


‘আমাদেরকে খেলায় ব্যস্ত রাখার জন্য একজন সিনিয়র খেলোয়াড় বারবার জিজ্ঞেস করতো ওভারে কত বল বাকি আছে। আমরা যদি ঠিকঠাক উত্তর দিতে পারতাম তাহলে আমরা ২০ পেন্স (পেনি) পেতাম। খেলা শেষে যদি ম্যাচে নিজেকে বেশি জড়িত রাখতে পারতাম এবং কী ঘটছে এটা জানতাম তাহলে নিজের জন্য এক প্যাকেট ক্রিম্পস ও পপ কিনতে পারতাম। এভাবেই স্লিপ ফিল্ডিংয়ে চলে এলাম।’


উইকেটকিপারের বাইরে সবচেয়ে বেশি ক্যাচ নেয়ার রেকর্ড গড়া রুট ছেড়েছেন অনেক ক্যাচও। রুটের অভিষেকের পর ক্যাচ ধরার দক্ষতায় (অন্তত ৭৫ ক্যাচ নিয়েছেন) তাঁর চেয়ে এগিয়ে আছেন কেন উইলিয়ামসন, রস টেলর, ডিন এলগার, আজিঙ্কা রাহানে এবং ধনঞ্জয়া ডি সিলভা। রুট ক্যারিয়ারে সবচেয়ে বেশি ১২ ক্যাচ ছেড়েছেন স্টুয়ার্ট ব্রডের বলে। ক্যাচ ধরতে পারলে যেমন ভালো লাগে তেমনি ক্যাচ না নিতে পারলে কেমন অনুভূতি হয় সেটাও জানিয়েছেন রুট।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন সময় আসবে যখন আপনার মনে হবে, মাটি চিরে দুই ভাগ হোক, আমি সেখানে হারিয়ে যাই। শুধু একভাবেই একটু ভালো বোধ করা সম্ভব, সেটা হলো আরেকটি (ক্যাচের) সুযোগ পাওয়া এবং সেটি ধরা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball