ওয়েলালাগে শ্রীলঙ্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবেন: মালিঙ্গা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিশ্বকাপে কলম্বোতে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা

২ ঘন্টা আগে
বাংলাদেশ নারী ক্রিকেট দল

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেয় শ্রীলঙ্কা। এমন কৃতিত্বের সব থেকে বড় অবদান দুনিথ ওয়েলালাগের। ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নেয়ার পর ব্যাট হাতেও তিনি রেখেছেন অবদান। ম্যাচ জিততে না পারলেও তার এমন অলরাউন্ড পারফরম্যান্সে মুগ্ধ হন লঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা।


পাকিস্তানের বিপক্ষে ২২৮ রানের বিশাল জয় পাওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষেও দারুণ সূচনা করে ভারত। শুভমান গিলকে ফিরিয়ে তাদের ৮০ রানের উদ্বোধনী উইকেটের জুটি ভাঙেন ওয়েলালাগে। গত ম্যাচে সেঞ্চুরি পাওয়া বিরাট কোহলিকেও ফিরিয়েছেন এই স্পিনার। এরপর রোহিতকে এবং ইশান কিশানকে ফিরিয়ে ভারতের টপ অর্ডারে একাই ধস নামিয়েছেন ২০ বছর বয়সী এই স্পিনার।


promotional_ad

সবশেষ হার্দিক পান্ডিয়াকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেন ওয়েলালাগে। ফলে ২১৩ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। এদিকে ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কান ব্যাটাররা ব্যর্থ হলেও ৪২ রান করে অপরাজিত ছিলেন ওয়াল্লালাগে। এরপরই মালিঙ্গা তার প্রতি মুগ্ধ হয়ে জানান শ্রীলঙ্কা একজন অতিরিক্ত খেলোয়াড় নিয়েই মাঠে খেলেছে!


আরো পড়ুন

তামিমের সুস্থতা কামনা করে তিওয়ারি-যুবরাজদের বার্তা, 'জিততেই হবে বন্ধু'

২৪ মার্চ ২৫
যুবরাজ সিং, লাসিথ মালিঙ্গা, তামিম ইকবাল ও মনোজ তিওয়ারি

সোশ্যাল মিডিয়ায় মালিঙ্গা বলেন, 'এটা সত্য যে শ্রীলঙ্কা আজ ১২ জন খেলোয়াড় নিয়ে খেলেছে। দুনিথ (ওয়েলালাগে) আজ ঠিক এতোটাই ভালো ছিল। সে তার অলরাউন্ডার দক্ষতা দেখিয়েছে। যার মাধ্যমে সে অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেখিয়েছে।'


গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে শ্রীলঙ্কার হয়ে অভিষেক হয়েছে ওয়েলালাগের। এরপর জাতীয় দলে ১৩টি ওয়ানডে ম্যাচে নেমে নিয়েছেন ১৮ উইকেট। চলমান এশিয়া কাপেও আছেন ভালো ছন্দে। চার ম্যাচে নিয়েছেন ৯ উইকেটের পাশাপাশি দলের প্রয়োজনে ব্যাট হাতেও অবদান রাখছেন। এমন পারফরম্যান্সেই তার মাঝে শ্রীলঙ্কার ভবিষ্যৎ দেখছেন মালিঙ্গা।


এই কিংবদন্তির মতে আগামীতে শ্রীলঙ্কার ওয়ানডে দলের সবথেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে যাচ্ছেন এই তরুণ ক্রিকেটার। মালিঙ্গা বলেন, 'আমি বিশ্বাস করি সে (ওয়াল্লালাগে) সঠিক পথেই রয়েছে। ফলে আগামী দশকে সে শ্রীলঙ্কার ওয়ানডে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হয়ে উঠবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball