ধোনির মতো দ্রুত উন্নতি করেছেন পান্ত: মাঞ্জরেকার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গাভাস্কারের মুখে ‘স্টুপিড’ শুনে কথাবার্তা বন্ধ করে দিয়েছিলেন পান্ত
৩০ জুন ২৫
টেস্ট ক্রিকেটেও যে আক্রমণাত্মক খেলা যায়, সফল হওয়া যায় তা করে দেখিয়েছেন ঋষভ পান্ত। ভারতের হয়ে বেশ কিছু ম্যাচে দলকে টেনে তুলেছেন। মূলত মিডল অর্ডারে ব্যাটিং করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেন পান্ত। যার সর্বশেষ উদাহরণ সদ্য সমাপ্ত এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে তার দুর্দান্ত সেঞ্চুরি। ব্যাট হাতে পান্তের এমন পারফরম্যান্স ছাড়াও উইকেটের পেছনেও দুর্দান্ত পান্ত। সঞ্জয় মাঞ্জরেকার মনে করেন, তিনি উইকেটকিপার হিসেবে মহেন্দ্র সিং ধোনির মতো দ্রুত উন্নতি করেছেন।
পান্ত ব্যাট হাতে নিজেকে ইতোমধ্যেই প্রমাণ করেছেন। বিশেষ করে লাল বলের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। ব্যাট ছাড়াও উইকেটের পিছনেও পান্তের পারফরম্যান্স নজর কেড়েছে মাঞ্জরেকার। সময়ের সঙ্গে সঙ্গে তিনি যে উন্নতি করেছেন তা সত্যিই অবাক করেছে ভারতের সাবেক এই ক্রিকেটারকে।

মাঞ্জরেকার বলেন, 'আপনি তাকে (পান্তকে) স্টাম্পের আশে-পাশে খুব বেশি কথা বলতে দেখবেন না। সে কাজটিকে খুবই গুরুত্ব সহকারে নিয়েছে এবং ধোনির মতোই তার দ্রুত উন্নতি হয়েছে। একজন উইকেটকিপার হিসেবে সে যেভাবে উন্নতি করছে, আমি তার প্রচেষ্টা পছন্দ করি কারণ একজন ব্যাটার হিসেবে এত সফল হওয়ার সঙ্গে সঙ্গে আপনি এই কাজটি (উইকেটকিপিং) একটু সহজে নিতে পারতেন। এটা সত্যিই অসাধারণ।'
ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে ৩ নম্বরে মান্ধানা
৪ মিনিট আগে
সাদা পোশাকের ক্রিকেটে ইতোমধ্যেই ভারতের ইতিহাসে্র অন্যতম সেরা উইকেটকিপারদের একজন ভাবা হয় পান্তকে। তার অবশ্য যথেষ্ট কারণও আছে। এখনও পর্যন্ত টেস্টে ক্যারিয়ারে পান্তের সেঞ্চুরি সংখ্যা পাঁচটি। যার মধ্যে চারটি সেঞ্চুরিই করেছেন বিদেশের মাটিতে।
যেখানে দলের বেশিরভাগ ব্যাটাররাই ব্যর্থ হয়েছেন, উলটো সেখানে দাপট দেখিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। বিশেষ করে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে তিনি ব্যাট হাতে যে দাপট দেখিয়েছেন তা সত্যিই অসাধারণ ছিল।
মাঞ্জরেকার বলেন, 'আমরা দেখছি, সে নিজেকে একজন সম্ভাবনাময় তারকা হিসেবে প্রতিষ্ঠিত করছে। তার পাঁচ সেঞ্চুরির মধ্যে একটি ঘরের মাঠে আর বাকিগুলো দেশের বাইরে এটা অসাধারণ। তার ব্যাটিং নিয়ে অনেক কথা বলা হয়েছে, আমি শুধু তার উইকেটকিপিং নিয়ে কথা বলতে চাই।'