promotional_ad

ম্যাককালামকে ক্রিকেটের সাউথগেট মনে করেন ফ্লিনটফ

অ্যান্ড্রু ফ্লিনটফ ও ব্র্যান্ডন ম্যাককালাম
আগ্রাসী ক্রিকেটের মানসিকতার কারণে বিশ্ব জুড়ে জনপ্রিয়তা পেয়েছে বাজবল। এর নেপথ্যে কিউই কোচ ব্র্যান্ডন ম্যাককালাম। শুরুতে শুধু ইংল্যান্ডের সাদা পোশাকের কোচ হিসেবে দায়িত্ব নিলেও এখন ইংল্যান্ডের তিন ফরম্যাটের কোচ তিনি। ম্যাচকালামের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)।

promotional_ad

এরপর ম্যাককালাম যদি চুক্তি না বাড়ান তবে অন্য কোচ খুঁজতে হবে ইংল্যান্ডকে। ইংলিশদের পরবর্তী কোচ হিসেবে এখন থেকেই আলোচনায় আছেন অ্যান্ডু ফ্লিনটফ। ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ও ইংলিশ এই কোচ জানিয়েছেন ম্যাককালামের স্থলাভিষিক্ত হওয়ার কোনো আগ্রহ নেই তার।


আরো পড়ুন

দুর্ঘটনার পর মনে হচ্ছিল আমার মুখটাই নেই: ফ্লিনটফ

২৫ এপ্রিল ২৫
দুর্ঘটনার পর অ্যান্ডু ফ্লিনটফ, ইসিবি

টপ গিয়ারে ভয়াবহ দুর্ঘটনায় মারাত্মক মুখমণ্ডল ও পাঁজরের চোট পাওয়ার পর ক্রিকেটে ফিরে ফ্লিনটফ এখন ইংল্যান্ড লায়ন্স এবং দ্য হান্ড্রেডে নর্দার্ন সুপারচার্জার্সের দায়িত্ব সামলাচ্ছেন। সেই সঙ্গে ম্যাককালামের প্রতি তার অগাধ শ্রদ্ধার কথাও তুলে ধরেছেন ফ্লিনটফ। তাকে তুলনা করেছেন ইংল্যান্ড ফুটবল দলের সাবেক কোচ গ্যারেথ সাউথগেটের সঙ্গে।


তিনি ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে ম্যাককালাম প্রসঙ্গে বলেছেন, 'এটা (উত্তরসূরি) আমি ভাবছিই না। বাজ ম্যাককালাম অসাধারণ – ইংল্যান্ডের সেরা কোচ। তিনি অসাধারণ এবং যে সংস্কৃতি তিনি গড়ে তুলেছেন সেটা অবিশ্বাস্য। এটা অনেকটা গ্যারেথ সাউথগেটের ফুটবল দলের সঙ্গে যা করেছিলেন, তার মতো; শুধু ভালো খেলোয়াড়ই নয়, তারা দুর্দান্ত মানুষও।'


promotional_ad



আরো পড়ুন

ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে ৩ নম্বরে মান্ধানা

৪ ঘন্টা আগে
সেঞ্চুরির পর স্মৃতি মান্ধানা

ইংল্যান্ডের পুরুষ দলের ব্যবস্থাপনা পরিচালক রব কীর সঙ্গেও দারুণ সম্পর্ক আছে ফ্লিনটফের। তার কথা বলতে গিয়ে এই সাবেক অলরাউন্ডার বলেন, 'আমি রব কীর (ইংল্যান্ড পুরুষ দলের ব্যবস্থাপনা পরিচালক) অধীনে কাজ উপভোগ করছি। এটা গোপন কিছু নয় যে সে আমার সেরা বন্ধুদের একজন এবং আমাকে অনেকভাবে সাহায্য করেছে। বাজের সঙ্গেও আমার দারুণ সম্পর্ক, আমরা একে অপরকে শ্রদ্ধা করি।'


ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ফ্লিনটফ ২০২৩ সালের সেপ্টেম্বরে এককালীন চুক্তিতে ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথু মটের সহকারী হিসেবে দলে যোগ দেন, যদিও তিনি সেই বছরের ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে যাননি। তবে এরপর তিনি ইংল্যান্ড দলের সঙ্গে নিয়মিত কাজ করেছেন তিনি এবং গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ইংল্যান্ডের কোচিং স্টাফে ছিলেন।


সেই বিশ্বকাপে সেমিফাইনালে বিদায় নেয়ার পর অস্ট্রেলিয়ান কোচ ম্যাথু মটকে বরখাস্ত করা হয়। গত বছর ফ্লিনটফ তার প্রথম মৌসুমেই সুপারচার্জার্সকে প্লে-অফের দোরগোড়ায় নিয়ে যান, যেখানে আগের বছর দলটি ছিল পয়েন্ট টেবিলের তলানিতে। সম্প্রতি তার অধীনে ইংল্যান্ড লায়ন্স দল ভারত ‘এ’ দলের সঙ্গে দুটি আনঅফিশিয়াল টেস্ট ড্র করেছে।


ফ্লিনটফ ইংল্যান্ড লায়ন্সের সঙ্গেই থাকতে চান বলে জানিয়ে বলেন, 'আসলে, আমি এখন লায়ন্স দলের সঙ্গে নিজেকে একদম উপযুক্ত জায়গায় মনে করি। আমি এটাকে অন্য কিছুর জন্য সিঁড়ি হিসেবে দেখছি না, আমি এতে সম্পূর্ণভাবে মনোনিবেশ করেছি এবং এই ছেলেদের সঙ্গে কাজ করার সুযোগ উপভোগ করছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball