টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ ২৯ মে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিসিবির আগেই বিসিসিআই নির্বাচন, বেছে নেয়া হবে নতুন সভাপতি

১৮ সেপ্টেম্বর ২৫
বিসিসিআই কর্মকর্তারা

করোনার থাবায় স্থগিত হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। শঙ্কা জেগেছে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও। আইসিসির এই টুর্নামেন্টটি ভারতে হচ্ছে নাকি অন্য কোথাও তা জানা যাবে কয়েকদিন পরই।


কারণ, ২৯ মে বিশ্বকাপ আয়োজন নিয়েই বিশেষ জরুরি সভায় বসতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শোনা যাচ্ছে, বিশ্বকাপের জন্য বিকল্প ভেন্যুরও চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে বিসিসিআই।


promotional_ad

গত বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়। কিন্তু করোনার কারণে সেটিও এক বছর পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। সিদ্ধান্ত হয় ২০২০ সালের আসরটি হবে ২০২২ সালে। 


একটি বিশ্বকাপ পেছালেও ২০২১ সালের বিশ্বকাপে এখন পর্যন্ত বড় কোনো প্রভাব ফেলেনি করোনা। চলতি বছর অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আয়োজক ভারত। কিন্তু আইপিএল স্থগিত হওয়ার পর ভাবতে হচ্ছে বিসিসিআইকে। 


এমনকি বিশ্বকাপের জন্য ৯টি ভেন্যুও ঠিক করে ফেলেছিল বিসিসিআই। কিন্তু আইপিএল চলাকালীন কড়া নিরাপত্তার মধ্যেই যেখানে করোনা হানা দিয়েছে সেখানে সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ কীভাবে আয়োজন করবে ভারত?


এসব বিষয়েই আলোচনা হবে ২৯ মে, তাই সিদ্ধান্ত সেদিনই আসছে। বিসিসিআই সচিব জয় শাহ একটি নোটিশ দিয়ে জানিয়েছেন, ভারতে ক্রিকেট মৌসুমের ভবিষ্যৎ কী হবে, সে নিয়েই আগামী ২৯ মে বৈঠকটি হবে। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হবে বৈঠকে।’


পহেলা জুন আইসিসির বৈঠক রয়েছে। এর আগেই চলতি বছর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব কি সম্ভব না, তা আইসিসি’র বৈঠকের আগেই ঠিক করে ফেলতে চায় বিসিসিআই। ভারতে আয়োজন করা সম্ভব না হলে এরইমধ্যে বিকল্প ভেন্যু হিসেবে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাতের নাম। পাশাপাশি শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়াও বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব নিতে পারে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball