উইন্ডিজদের নতুন কোচ রেইফার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের প্রাক্কালে দলের প্রধান কোচ পরিবর্তন করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। রিচার্ড পাইবাসের পরিবর্তে সাবেক উইন্ডিজ ক্রিকেটার ফ্লোয়েড রেইফারকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, নিশ্চিত করেছেন উইন্ডিজদের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিকি স্কেরিট।
উইন্ডিজ ক্রিকেটের ধরণ সম্পর্কে অবগত এমন একজন কোচের সন্ধানই করছিলেন নতুন প্রেসিডেন্ট। সাবেক উইন্ডিজ ক্রিকেটার হওয়ার দরুন রেইফার সেই বৈশিষ্ট্য সম্পন্ন। স্কেরিটের বিশ্বাস রেইফারের অধীনে উইন্ডিজ ক্রিকেট সামনে আরও সাফল্য অর্জন করবে,

'রেইফার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের মাহাত্ম্যের সাথে ভালোভাবে পরিচিত। আমরা জোর গলায় বলতে পারি আমাদের ক্রিকেট এখন সাফল্য অর্জন করতে পারবে,' বলেছেন উইন্ডিজদের নতুন প্রেসিডেন্ট।
জাতীয় দলের জার্সি গায়ে ১৯৯৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ছয়টি টেস্ট, আটটি ওয়ানডে এবং একটি টি-টুয়েন্টি খেলেছেন রেইফার। ক্যারিয়ারের প্রথম দুই বছরেই চার টেস্ট খেলেছিলেন তিনি।
তবে পঞ্চম এবং ষষ্ঠ টেস্ট খেলতে তাঁকে অপেক্ষা করতে হয়েছে দশ বছর। ২০০৯ সালে বোর্ডের সাথে উইন্ডিজ দলের সিনিয়র ক্রিকেটারদের দ্বন্দ্বে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
সেটিই ছিল তাঁর শেষ টেস্ট সিরিজ। ছয় টেস্টে ১১১ রান সংগ্রহ করেছেন তিনি। আট ওয়ানডেতে ১১৭ রান এবং একটি টি -টুয়েন্টি ম্যাচে ২২ রান সংগ্রহ করেছেন তিনি।