ধোনি-কোহলির লড়াই দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে আইপিএল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আজ পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১২তম আসরের। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
ধোনি-কোহলির লড়াই দিয়ে ঘরোয়া টি-টুয়েন্টির এই মেগা আসরটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। চেন্নাইয়ের ঘরের মাঠ এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এই ম্যাচে মাঠে নামার আগে আন্ডারডগ দল হিসেবে বিবেচিত করা হচ্ছে ভিরাট কোহলির ব্যাঙ্গালুরুকে। কেননা এখন পর্যন্ত তাদের প্রতিপক্ষ চেন্নাই মোট তিনবার আইপিএল শিরোপা জয়ের কীর্তি গড়লেও শিকে ছেঁড়েনি ব্যাঙ্গালুরুর ভাগ্যে। তার ওপর চিদাম্বরাম স্টেডিয়ামে সাতটি ম্যাচের মধ্যে ছয়টিতেই পরাজিত হয়েছে ব্যাঙ্গালুরু।
এছাড়া ২০১৪ সালের পর থেকে এখন পর্যন্ত চেন্নাইকে পরাজিত করার সৌভাগ্য হয়নি তাদের। সুতরাং সবমিলিয়ে বলা চলে আজকের ম্যাচে ফেভারিটের কাতারে থেকেই মাঠে নামতে যাচ্ছে ধোনি বাহিনী।

বরাবরের মতই প্রায় একই অপরিবর্তিত ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজিয়েছে চেন্নাই। এবারের আইপিএল নিলাম থেকে দলে ভিড়িয়েছে এর আগে চেন্নাই এর হয়ে খেলা মোহিত শর্মা এবং নতুন মুখ রুটুরাজ গাইকওয়াদকে।
টুর্নামেন্ট শুরুর আগে বড় ধাক্কা হিসেবে গণ্য হচ্ছে দক্ষিণ আফ্রিকান তারকা পেসার লুঙ্গি এনগিদির ইনজুরি। সাইড স্ট্রেইনের ইনজুরির কারণে টুর্নামেন্ট শেষ হয়ে গিয়েছে তাঁর। প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং বলেছেন, 'লুঙ্গি এনগিদিকে না পাওয়া আমাদের জন্য বড় ক্ষতির। সে গতবার আমাদের দলের অন্যতম আবিস্কার ছিল।'
এনগিদির পরিবর্তে দলে জায়গা হতে পারে ইংলিশ পেসার ডেভিড উইলির। অপরদিকে এবারের টুর্নামেন্টে মোট ১৫জন ক্রিকেটারকে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর ৯ জন ক্রিকেটারকে নিলাম থেকে দলে ভিড়িয়েছে তারা। এই তালিকায় আছেন মার্কার স্টয়নিস, শিমরন হেটমায়ার, শিভাম ডুবে এবং হেনরিক ক্লাসেনরা।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে টুর্নামেন্টের শুরুতে খেলতে পারছেন না দলটির মূল দুই অস্ট্রেলিয়ান মার্কাস স্টয়নিস এবং নাথান কোল্টার নাইল। সেক্ষেত্রে মঈন আলি ও টিম সাউদিকে ব্যাঙ্গালুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা আছে।
এছাড়া নজর থাকবে তরুণ উইন্ডিজ তারকা শিমরন হেটমায়ারের ওপর। আর বরাবরের মতো এবারের আইপিএলেও ব্যাঙ্গালুরুর ভাগ্য ভিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের ওপর অনেকাংশে নির্ভর করবে।
চেন্নাই সুপার কিংস স্কোয়াডঃ
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), সুরেশ রায়না, ফাফ ডু প্লেসি, মুরালি বিজয়, শেন ওয়াটসন, রবীন্দ্র জাদেজা, মিচেল সান্টনার, ডেভিড উইলি, ডোয়াইন ব্রাভো, কেদার যাদব, আম্বাতি রাইয়ুডু, স্যাম বিলিংস, হরভজন সিং, দীপক চাহার, কেএম আসিফ, ইমরান তাহির, করণ শর্মা, ধ্রুব শোরে, এন জগদীশন, শার্দুল ঠাকুর, মনু কুমার, চৈতন্য বিষ্ণই, মোহিত শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু স্কোয়াডঃ
ভিরাট কোহলি (অধিনায়ক), শিমরন হেটমায়ার, এবি ডি ভিলিয়ার্স, আকাশদ্বীপ নাথ, পার্থিব প্যাটেল, এম কুমার. হিমাত সিং, দেবদূত পাডিক্কাল, হেনরিক ক্লাসেন, গুরকিরাত সিং, মঈন আলী, মার্কাস স্টয়নিস, পবন নেগি, শিভাম নেগি, প্রিয়াস রায়, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, টিম সাউদি, নাথান কোল্টার নাইল, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও নাদিব সাইনি।