সন্ত্রাসী হামলায় শোকাহত স্থানীয় ক্রিকেটাররা

ছবি: ছবিঃ সংগৃহীত

| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য বেঁচে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের স্থানীয় ক্রিকেটাররা।
শুক্রবার দিন জুম্মার নামাজ পড়তে বের হয়েছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদরা। মসজিদে পৌঁছাতে কয়েক মিনিট বিলম্ব হয়েছিল বিধায় বেঁচে ফিরেছেন ক্রিকেটাররা।

এর আগেই হামলা চালিয়েছিল সন্ত্রাসী। গোলাগুলির আওয়াজ শুনেই দ্রুত নিরাপদ স্থানে ফিরে এসেছেন তাঁরা। খবরটি ছড়িয়ে পড়েছিল সারাবিশ্বে। কানে পৌঁছেছে বাংলাদেশের স্থানীয় ক্রিকেটারদেরও। তাঁরা সকলেই এই সন্ত্রাসী হামলার জন্য শোক প্রকাশ করেছেন।
মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে মলিন চেহারা নিয়ে মোহামেডানের পেসার শাহাদাত হোসেন রাজিব বলেন,
'খবরটা শোনার পর থেকেই আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম। জুম্মার দিনে এমন একটি ঘটনা, আল্লাহ্র অশেষ রহমত যে আমাদের ক্রিকেটাররা কোন ধরণের সমস্যা পড়েনি। এমন পরিস্থিতিতে আটকা পড়া অনেক ভয়ঙ্কর। নিউজিল্যান্ডের মতো শান্তিময় দেশে এমন ঘটনা কল্পনাতীত। এখন থেকে আশা করি সবাই সতর্ক হবে।'
বাংলাদেশ দলের ক্রিকেটারদের আয়ু ছিল, যে কারণে এমন হত্যাযজ্ঞ থেকে বেঁচে ফিরেছেন তাঁরা। যারা জন্য আল্লাহ্র কাছে শুকরিয়া আদায় করেছেন মোহামেডানের অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরানও।
'সবার প্রথম আল্লাহ্র কাছে শুকরিয়া জানাই। আসলে 'রাখে আল্লাহ্ মারে কে'। হায়াত ছিল বিধায় না হলে কিন্তু অনেক ক্ষতিই হতে পারত বাংলাদেশ দলের। কল্পনাও করেনি কেউ এমন কিছু হবে নিউজিল্যান্ডের মতো জায়গা,' প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ম্যাচ জয় শেষে সাংবাদিকদের বলেছেন তুষার।