কে হচ্ছেন কুমিল্লার অধিনায়ক?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের বিপিএলে বাংলাদেশি ওপেনার তামিম ইকবালকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কের দায়িত্বে দেখা নাও যেতে পারে। অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথ দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলীয় সূত্র থেকে এমন ইঙ্গিত পাওয়া গেছে। তামিম ইকবাল গত বিপিএলে কুমিল্লাকে শেষ চারে পৌঁছে দিয়েছিল। তবে এবার ভিন্ন পথ ঘরে এগোতে চায় একবারর চ্যাম্পিয়ন কুমিল্লা।

কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে এই বিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান তিনি। 'এই বিষয়ে এখনই কথা বলতে চাই না,' এমন মন্তব্য করেছিলেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজির উপরমহলের কর্তারা স্মিথকেই অধিনায়ক হিসেবে চাইছে।
তারকায় ভরা কুমিল্লা দলে স্মিথ ছাড়াও বেশ কয়েকজন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক রয়েছে। এদের মধ্যে শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও থিসারা পেরেরার নাম অন্যতম।
অস্ট্রেলিয়ার হয়ে পরীক্ষিত অধিনায়ক স্টিভ স্মিথ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ইতিমধ্যে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে।
২০১৭ সালের আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন অধিনায়ক স্মিথ। ২০১৯ সালের আইপিএলে রাজাস্থান রয়েসলের নেতৃত্বে দেখা যাবে এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে।
স্কোয়াডঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক, লিয়াম ডওসন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়াউর রহমান, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা, এভিন লুইস, ওয়াকার সালমা খাই, আমের ইয়ামিন, স্টিভ স্মিথ।