অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে বড় পরিবর্তন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে গেল দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকা মাত্র ৬জন ক্রিকেটারকে এই স্কোয়াডে রেখেছেন তাঁরা।
টেস্ট স্কোয়াডে থাকা তিন পেসার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্সকে বিশ্রাম দেয়া হয়েছে ওয়ানডে সিরিজের জন্য। এছাড়া বাদ পড়েছেন ক্রিস লিন, ট্রাভিস হেড, ডার্সি শর্ট, অ্যাস্টন অ্যাগার এবং ম্যাকডারমট।
দীর্ঘ দিন পর ওয়ানডে দলে ফিরেছেন নাথান লায়ন এবং পিটার সিডল। ২০১০ সালে শেষ বারের মত দেশের জার্সিতে ওয়ানডে খেলেছিলেন সিডল।

এছাড়া টেস্ট সিডনি টেস্টের স্কোয়াডে থাকা উসমান খাওয়াজা, পিটার হ্যান্ডসকম্ব এবং মিচেল মার্শ জায়গা পেয়েছেন তিন ম্যাচ সিরিজের ওয়ানডে দলে।
ইনজুরির কারণে দলে জায়গা হয়নি পেসার নাথান কুল্টারনাইলের। তবে লায়নের সঙ্গে দলের স্পিন শক্তি বাড়াতে দলে আছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।
ওয়ানডে সিরিজে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করবেন অ্যালেক্স ক্যারি এবং অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যারণ ফিঞ্চ। অভিজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েল এবং মার্কাস স্টয়নিস দায়িত্ব সামাল দিবেন মিডেল অর্ডারের।
চলতি মাসের ১২ তারিখ সিডনিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত এবং অস্ট্রেলিয়া। এরপর ১৫ তারিখ অ্যাডিলেড এবং ১৮ তারিখ মেলবোর্নে সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াডঃ
অ্যারন ফিঞ্চ, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি (উইকেট রক্ষক), পিটার হ্যান্ডসকম্ব, উসমান উসমান খাওয়াজা, নাথান লায়ন, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝেই রিচার্ডসন, পিটার সিডল, বিলি স্ট্যানলেক, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।