promotional_ad

রান বন্যার ম্যাচে জিতল নিউজিল্যান্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


 


মাউন্ট ম্যাঙ্গানুইতে সিরিজের প্রথম ওয়ানডেতে রান বন্যার ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। দুই ইনিংসেই রান পেরিয়েছে ৩০০'র উপর। নিউজিল্যান্ডের দেয়া ৩৭২ রানের লক্ষ্যে শ্রীলংকার ইনিংস থামে ৩২৬ রানে। ৪৫ রানে জিতে এখন ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড। 


এদিন ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুতে ওপেনার কলিন মুনরো মাত্র ১৩ রানে সাজঘরে ফেরেন লাসিথ মালিঙ্গাকে উইকেট বিলিয়ে।


মুনরো ফিরলেও মার্টিন গাপটিল এবং অধিনায়ক কেন উইলিয়ামসন মিলে হাল ধরে স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন। তৃতীয় উইকেট জুটিতে দুজন মিলে যোগ করেন ১৬৩ রান। ফিফটি তুলে নেন দুই ব্যাটসম্যানই।


কিন্তু দলীয় ১৮০ রানে ব্যক্তিগত ৭৬ রানে নুয়ান প্রদিপের বলে বোল্ড হয়ে বিদায় নেন উইলিয়ামসন। উইলিয়ামসন ফিরলেও রস টেইলরকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন গাপটিল। দুজন মিলে জুটি গড়েন ৮৮ রানের, গাপটিল তুলে নেন সেঞ্চুরি।


promotional_ad

কিন্তু ১৩৯ বলে ১৩৮ রান করে থিসারা পেরেরার বলে ফিরতে হয় তাঁকে। খানিক পর রস টেইলরও ফিরে যান ৫৪ রান করে। এরপর নীচের সারির ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে ছোট ছোট পুঁজি যোগ করলেও শেষ ওভারে গিয়ে থিসারা পেরেরার ওভারে তান্ডব চালান অলরাউন্ডার জিমি নিশাম।


পেরেরার এক ওভারে ৫ ছক্কা হাঁকিয়ে নিউজিল্যান্ডের রান নিয়ে যান ৩৫০'র উপরে। ছয় ছক্কার সাহায্যে ১৩ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন এই কিউই ব্যাটসম্যান। ৩৭১ রানের বড় পুঁজি পায় নিউজিল্যান্ড। শ্রীলংকার পক্ষে মালিঙ্গা, নুয়ান প্রদিপ এবং থিসারা পেরেরা নেন ২টি করে উইকেট।


৩৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা শ্রীলংকা উড়ন্ত সূচনা পায় নিরোশান ডিকওয়েলা এবং গুনাথিলাকা। উদ্বোধনী জুটিতে ১১৯ রান যোগ করার পর ৪৩ রানে জিমি নিশামের বলে ফেরেন গুনাথিলাকা।


খানিকপর ডিকওয়েলালেও ব্যক্তিগত ৭৬ রানে বোল্ড করেন এই পেসার। দুই উইকেট হারালেও কুশল সিলভা এবং কুশল পেরেরা মিলে শ্রীলংকার হাল ধরেন। মেন্ডিস ১৮, চান্দিমাল ১০ এবং গুনারত্নে ১১ করে ফিরে গেলেও একপ্রান্তে থিতু হয়ে ব্যাট করে দলের স্কোরবোর্ডে রান করতে থাকেন পেরেরা।


শেষের দিকের ব্যাটসম্যানরা তাঁকে বেশীক্ষণ সঙ্গ না দিলেও সেঞ্চুরি তুলে নেন তিনি। কিন্তু ১০২ রানে ট্রেন্ট বোল্টের বলে বিদায় নিলে আর ম্যাচে ফেরা হয়নি শ্রীলংকার। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারের আগেই ১ ওভার বাকি থাকতে ৩২৬ রানে অল আউট হয় সফরকারীরা। নিউজিল্যান্ডের পক্ষে জিমি নিশাম নেন ৩টি উইকেট।


সংক্ষিপ্ত স্কোরঃ 


নিউজিল্যান্ড ৩৭১/৭ (৫০ ওভার)


(মার্টিন গাপটিল ১৩৮, কেন উইলিয়ামসন ৭৬), (লাসিথ মালিঙ্গা ২/৭৮)


শ্রীলংকা ৩২৬ অল আউট (৪৯ ওভার)


(কুশল পেরেরা ১০২, ডিকওয়েলা ৭৬), (জিমি নিশাম ৩/৩৮) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball