promotional_ad

এই দিনে ইতিহাস গড়েছিল বাংলাদেশ!

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৬ সালের ৩০শে অক্টোবর বাংলাদেশ ক্রিকেটের টেস্ট ইতিহাসের অন্যতম একটি দিন ছিল। আজকের এই দিনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম জয়ের স্বাদ পায় টাইগাররা। ইতিহাস রচিত সেই জয় শুধু জয় হিসেবেই নয় টেস্ট ক্রিকেটে বাংলাদেশকের নতুন দিগন্ত সূচনাতেও রেখেছে বড় ভূমিকা।


২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর মোট ৯ বার এই ফরম্যাটে ইংলিশদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। কিন্তু তাঁদের বিপক্ষে জয় শূন্য ছিল টাইগাররা। ক্রিকেটের এই অভিজাত দেশটির বিপক্ষে অধরা সেই জয় ধরা দেয় দশ নম্বর ম্যাচে, মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে।


দুই ম্যাচের সেই টেস্ট সিরিজের প্রথমটি হারলেও মিরপুরে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনে বাংলাদেশ। ঐ টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ব্যাট করা বাংলাদেশ তামিম ইকবালের শতক ও মমিনুল হকের অর্ধশতকে সংগ্রহ করে ২২০ রান।


promotional_ad

সেই লক্ষ্যে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ড ২৪৪ রান করে সবক'টি উইকেট হারালে বাংলাদেশের সামনে লিড দাড়ায় ২৪ রানের। বাংলাদেশের হয়ে একাই ছয় উইকেট তুলে নিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। যার টেস্ট অভিষেক হয়েছিল ঐ সিরিজের প্রথম টেস্টে। 


দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে ইমরুল কায়েসের ৭৬ ও তামিম, সাকিব, মাহমুদউল্লার ৪০ ঊর্ধ্ব ইনিংসে ইংলিশদের সামনে ছুড়ে দেয়া হয় ২৭৩ রানের টার্গেট। ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় ইংল্যান্ডের দুই ওপেনার অ্যালিস্টার কুক ও বেন ডাকেট।


দুই জন মিলে প্রথম উইকেট জুটিতে করে ফেলে শতরানের জুটি। ততক্ষণে জয়ের পাল্লা অনেকখানিই ইংলিশদের দিকে হেলে পড়ে। ইংল্যান্ড শিবিরে নেমে আসে স্বস্তির ছায়া। ঠিক তারপরই দুই প্রান্ত থেকে বোলিং ভেল্কি দেখান দুই টাইগার স্পিনার মিরাজ ও সাকিব আল হাসান। তাঁদের বোলিং আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ইংলিশ ব্যাটিং লাইন আপ।


শেষ পর্যন্ত  ১৬৪ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। বাংলাদেশ জিতে যায় ১০৫ রানে, লিখে ফেলে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের মধুর ইতিহাস। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও সমান সংখ্যক উইকেট নিয়ে  এক টেস্টেই  ১২টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি।


সাকিব আল হাসান দ্বিতীয় ইনিংসে চার এবং প্রথম ইনিংসে এক উইকেট সহ নেন পাঁচ উইকেট। সে ম্যাচে দুর্দান্ত বল করা মিরাজের হাতে যায় ম্যাচ সেরার পুরষ্কার। তবে ম্যাচ সেরা পুরষ্কার মিরাজ পেলেও এদিন বিচিত্র এক কান্ড ঘটিয়ে সব আলো নিজের দিকে কেড়ে নেন সাকিব আল হাসান।


ইংলিশদের শেষ ভরসা হয়ে থাকা অলরাউন্ডার বেন স্টোকসকে ৪২.৩ ওভারে বোল্ড করেই স্টোকসের দিকে স্যালুট দিয়ে দাঁড়ান সাকিব। পরে যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও সর্বত্র ছড়িয়ে পড়ে।


সাকিবের বিচিত্র উদযাপন সাথে বাংলাদেশের জয়ের দিনটি নিশ্চতভাবেই ছিল বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা একটি দিন!



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball