শাস্তি বহাল থাকছে স্মিথ-ওয়ার্নারদের

ছবি: ছবি-সংগৃহীত

নিষেধাজ্ঞা পাওয়া অস্ট্রেলিয়ান তিন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ এবং ক্যামেরন ব্যানক্রফটের শাস্তি বহালই থাকছে। সোমবার বিষয়টি জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান ডেভিড পিভার।
অস্ট্রেলিয়ার প্লেয়ারস ইউনিয়ন তিন ক্রিকেটারের ব্যাপারে পুনর্বিবেচনা করার জন্য বোর্ডকে আহ্বান জানিয়েছিল। পিভার জানিয়েছেন, সম্পূর্ণ তদন্ত করেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তাই এই নিষেধাজ্ঞার কোন পরিবর্তন হবে না।
'তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছিল এবং নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। বোর্ডের পক্ষ থেকে গভীরভাবে ভেবে চিন্তেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাই এক সপ্তাহ আগে আমি যেমনটি বলেছিলাম, নিষেধাজ্ঞা বহালই থাকবে,' বলেছিলেন পিভার

মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ পরাজয় এড়াতে বল টেম্পারিংয়ের মতো বাজে কাজ করে বসে অজি তরুণ ক্রিকেটার ব্যানক্রফট। কিন্তু সেন্ড পেপার হাতে ক্যামেরায় ধরা পড়েন তিনি।
পরবর্তীতে জানা যায়, এ ঘটনার সাথে যুক্ত ছিলেন অধিনায়ক স্মিথ এবং সহঅধিনায়ক ওয়ার্নারও। তদন্ত করে বিষয়টির সত্যতা পায় অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। এমনকি নিজেদের দোষ শিকার করে নেন তিন ক্রিকেটারই।
যার ফলে অধিনায়ক এবং সহঅধিনায়ক দুইজনকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করে বোর্ড। আর তরুণ ক্রিকেটার ব্যানক্রফট পান নয় মাসের নিষেধাজ্ঞা। তবে বোর্ড থেকে তাঁদেরকে আপিলের সুযোগ দেয়া হয়েছিল।
কিন্তু তাঁরা কেউই এই শাস্তির বিরুদ্ধে কোন প্রকার আপিল করেননি। ঘটনাক্রমে, আপিল করেছিল প্লেয়ারস ইউনিয়ন। তাঁদের আপিলও নাকচ করে দেয় এবং বোর্ড থেকে জানান হয় দেয়া শাস্তিতেই বহাল থাকবে তাঁরা।