আরও ধারাবাহিক হোক বাংলাদেশঃ ম্যাকেঞ্জি

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ে সিরিজে ব্যাটসম্যানরা যেভাবে ধারাবাহিক পারফর্মেন্স করেছে সেই ধারাবাহিক পারফর্মেন্সই আসন্ন সিরিজগুলোতেও দেখতে চান বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি। সাবেক এই দক্ষিণ আফ্রিকান মনে করেন দলে জায়গা করে নেয়ার জন্য খেলোয়াড়দের মাঝে এখন প্রতিযোগিতা চলছে। আর এই প্রতিযোগিতা থাকার কারণেই খেলোয়াড়রা ধারাবাহিক পারফর্ম করছে।
সেই সঙ্গে সাবেক এই প্রোটিয়া ওপেনার আরও মনে করেন, প্রত্যেক খেলোয়াড়কেই কঠোরভাবে অনুশীলন করতে হবে। সেই সঙ্গে নির্দিষ্ট কন্ডিশন এবং বোলারের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে বলেও জানান তিনি।

'আমি এমন ধারাবাহিকতাই দেখতে চাই। কঠোরভাবে অনুশীলন এবং নির্দিষ্ট কন্ডিশন এবং বোলারের জন্য নিজেকে প্রস্তুত করাটাই মুখ্য। যখন আপনার জায়গা পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি প্রতিযোগিতা থাকবে তখন অবশ্যই আপনাকে ধারাবাহিক হতে হবে।এটি কোন কাজেই আসবে না যদি একটি শতক হাঁকানোর পর পরের ম্যাচ গুলোতে শুন্য, শুন্য, পাঁচ কিংবা সাত রানের ইনিংস খেলা হয়।'
এদিকে ম্যাকেঞ্জির মতে, টাইগারদের বেঞ্চ শক্তি এখন অনেক বেশি। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অনেক পথ খোলা ছিল বাংলাদেশের সামনে। এসব নিয়েও এখন দলের মধ্যে চলছে প্রতিযোগিতা।
আর এই প্রতিযোগিতাই নির্বাচকদের কাজটা কঠিন করে তোলে বলে মনে করেন তিনি। শেষ পর্যন্ত নির্বাচকদের সেরাটাই বেঁছে নিতে হয় দলের সেরাটা মাঠে দেখার জন্য।
'আপনি যদি স্কোয়াডের বাইরে দেখেন কিংবা যারা আজ ব্যাট করেনি তাঁদের দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ব্যাটিং শক্তি আপনার রয়েছে। ব্যাটিংয়ে অনেক অপশন ছিল। বোলিংয়েও অনেকগুলো অপশন ছিল।
এটি সম্পূর্ণই জায়গার জন্য প্রতিযোগিতা। এটা নির্বাচন প্রক্রিয়া কিছুটা ট্রিকি করে তোলে। আপনাকে অবশ্যই দলের ভালোর জন্য সেরাটা বাছাই করতে হবে এবং আপনি তা করতে বাধ্য। স্কোয়াডে থাকা ক্রিকেটাররা যারা খেলেনি, তাদের এনার্জি লেভেল অনেক ভাল।'