প্রথম ওয়ানডেতে অনিশ্চিত রুবেল

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম ওয়ানডেতে খেলা নিশ্চিত নয় পেসার রুবেল হোসেনের। জানা গিয়েছে, শারিরিকভাবে অসুস্থ থাকার কারণেই তাঁর প্রথম ওয়ানডেতে খেলা নিয়ে রয়েছে সংশয়।
শনিবার দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে এই পেসারের। ম্যাচের আগের দিন পুরোদমে অনুশীলন করবেন তিনি। কিন্তু অনুশীলন করলেও প্রথম ওয়ানডেতে তিনি খেলবেন নাকি সেটা নিশ্চিত নয়।

এশিয়া কাপ থেকে দেশে ফিরে বিশ্রামে ছিলেন রুবেল। ১৫ অক্টোবর থেকে শুরু হয় জাতীয় দলের ক্যাম্প। ক্যাম্প শুরুর দুদিন আগে স্বেচ্ছায় মাঠে ফিরেছিলেন এই পেসার।
জিমে ঘাম ঝরানোর পর একাডমী মাঠে বোলিং করেছিলেন। কিন্তু তারপরই হুট করে অসুস্থ হয়ে পড়েন রুবেল। জ্বর ও টনসিলের ব্যথায় আবারো বিশ্রামে যেতে হয় তাকে।
তবে রুবেলের প্রথম ওয়ানডেতে খেলার ব্যাপারে পুরোপুরি আশাবাদি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। কিন্তু ডানহাতি এই পেসার না খেললে একাদশে সুযোগ পেতে পাড়েন আবু হায়দার রনি অথবা মোহাম্মাদ সাইফউদ্দিন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ লিটন দাস, ইমরুল কায়েস, মোহাম্মাদ মিথুন, মুশফিকুর রহিম, ফজলে রাব্বি, মাহমুদুল্লাহ রিয়াদ, সাইফউদ্দিন/ নাজমুল ইসলাম অপু, মাশরাফি বিন মর্তুজা, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন/আবু হায়দার রনি, মুস্তাফিজুর রহমান।