বিদেশি কিউরেটরে সমাধান খুঁজছে বিসিবি

ছবি:

ক্রিকেট বিশ্বের প্রতিটি দেশ নিজেদের মাটিতে দাপট দেখাচ্ছে। ঘরের মাঠে সুবিধা নিয়ে সফরকারীদের কোন রকম সুযোগ না দেয়াই আধুনিক ক্রিকেটের রীতি হয়ে গেছে।
শেষ কয়েক মৌসুম ধরে বাংলাদেশও একই পথে হেটে সাফল্য পেয়েছে। গত তিন বছরে সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজ ছাড়া ঘরের মাঠে সিরিজ হারে নি বাংলাদেশ।
আর এই সিরিজেই কয়েকবার নিজেদের মন মত উইকেট পায় নি স্বাগতিক দল বাংলাদেশ। ক্রিকেট কর্তাদের দুয়ারেও বিষয়টি অভিযোগ আকারে পেশ করা হয়েছে। যার কারনে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে কিউরেটরদের।

বিষয়টি বেশ গুরুত্ব সহ বিবেচনা করছে ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান একাত্তর টিভিকে বলছেন,
'অনেক বাজে সময় ছিল আমাদের ক্রিকেট, কিন্তু তারপরও আমরা সব কিছু ভালো ভাবে করতে সক্ষম হয়েছিলাম। তবে এমন ঘটনা দুই একটা ঘটতে পারে। তবে ভবিষ্যতে এমন যাতে না হয়, সেই চেষ্টা করব। কিন্তু যেটা হয়েছে সেটার জন্য আমাদের তো খারাপ লাগছেই।'
'উইকেট আসলে আমরা যেমন চাইছি, তেমন হওয়াটা খুবই দরকার। প্রথম শ্রেণীর ক্রিকেটে আমরা যেমন উইকেট চাইছি তেমন উইকেট কিন্তু সবসময় পাচ্ছি না। আমরা এটা নিয়ে সিরিয়াস আলাপ আলোচনা করছি।'
সমস্যা সমাধানে বাইরে থেকেও সাহায্য নিতে প্রস্তুত বিসিবি। আকরাম খানের ভাষায়, 'আমরা হয়তো বাইরে থেকে দুই-একজন কিউরেটর এনে সবাই মিলে এই সমস্যার সমাধান করব।'
ছবিঃ সংগৃহীত