কোচের অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে টাইগারদের

ছবি:

প্রায় তিন মাস ধরে হেড কোচ ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছে টাইগাররা। চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব ছেড়ে যাওয়ার পর থেকে টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের অধীনে আছেন তামিম-সাকিবরা।
সুজনের পাশাপাশি সহকারী কোচ রিচার্ড হ্যালস্যালও তার শিষ্যদের সঙ্গে কাজ করছেন গুরুত্বের সাথেই। প্রধান কোচ ছাড়াই জিম্বাবুয়ে এবং শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেছে বাংলাদেশ দল।
কোচ বিহীন বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিততে না পারলেও ভালো খেলেছে পুরো সিরিজ জুড়েই। এরপর শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও তাদের পারফর্মেন্স চোখে পড়ার মতন।

তবে জানা গিয়েছে, কোচের ঘাটতি পূরণ হতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে বাংলাদেশ দলকে। মার্চে শ্রীলংকায় আসন্ন ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের আগে কোচ নাও পেতে পারেন সাকিব-তামিমরা।
এমনটাই জানিয়েছেন সিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান। আর অনেকের সাথেই আলাপ চালাচ্ছেন তারা বলেও জানান তিনি। আকরাম খান বলেন,
'প্রধান কোচের বিষয়ে জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা আসার আগে থেকেই আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এখন ভালো কোচ পাওয়াটা কঠিন কিন্তু আমরা অনেকের সঙ্গে আলাপ-আলোচনা করছি। আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।'