হঠাৎ করেই দলে সোহান

promotional_ad

বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দলে ডাকা হয়েছে। সোহানের অন্তর্ভুক্তিতে ৩২ সদস্যের দল এখন ৩৩ সদস্যে দাঁড়িয়েছে। এই ডানহাতি বাংলাদেশের প্রাথমিক দলে ছিলেন না।


সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে তাকে অনুশীলনের জন্য ডাকা হয়। জানা গেছে, সোমবার, বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছিলেন বাংলাদেশ দলের দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা।


promotional_ad

সেই বৈঠকেই সোহানকে দলে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিসিবি গত মাসের শেষ দিকে সোহানকে ছাড়া ৩২ সদস্যের দল ঘোষণা করে। জাতীয় দলের ক্যাম্পে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার ডাক পেয়েছেন।


এদিকে, সোহানকে ছাড়াই জাতীয় দলের প্রাথমিক দল ঘোষণার পর নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন সাম্প্রতিক বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন সোহান। সোহানকে নিয়ে জাতীয় দলের ক্যাম্পে উইকেটরক্ষক ব্যাটসম্যানের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে।


সোহান ছাড়াও, উইকেটরক্ষক ব্যাটসম্যান কোটায় দলে আছেন মুশফিকুর রহীম, লিটন কুমার দাস ও এনামুল হক বিজয়। বাংলাদেশ দলের আসন্ন ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা হতে পারে আগামী রবিবার।


কারণ, মূল দলের বাইরে থাকা ক্রিকেটাররা আগামী মঙ্গলবার থেকে শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের আসরে মাঠে নামবেন। এদিকে বিসিবিও চায় ঘরোয়া ক্রিকেটের এই জনপ্রিয় আসরের আগেই দল ঘোষণা করতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball