বাংলাদেশকে ভয় না পাওয়ার কোনো কারণ দেখেন না তাসকিন

ক্রিকফ্রেঞ্জি
জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও পরিসংখ্যানে শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে বাংলাদেশ। রশিদ খান-মোহাম্মদ নবিদের আফগানিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টিতে জয়ের চেয়ে হারের সংখ্যাই বেশি। তবুও ৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মতো দলগুলোর বাংলাদেশকে ভয় না পাওয়ার কোনো কারণ দেখছেন না তাসকিন আহমেদ। বাংলাদেশের ফাইনাল খেলার অভিজ্ঞতার কারণেই তারা ভয় পাবে বলে মন্তব্য করেছেন ডানহাতি এই পেসার।

promotional_ad

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দল হিসেবে ছন্দে আছে বাংলাদেশ। চলতি বছর সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারলেও কিছুদিনের ব্যবধানে ঘুরে দাঁড়ায় লিটন দাসরা। লঙ্কা দ্বীপে শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে ছন্দে খুঁজে পায় বাংলাদেশ। একই মাসে ঘরের মাঠে টাইগাররা একই ব্যবধানে হারিয়েছে পাকিস্তানকে। এশিয়া কাপের আগে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের।


আরো পড়ুন

লিটন ধারাবাহিক হলে বড় ইভেন্টেও ভালো করা সম্ভব: তাসকিন

৩০ আগস্ট ২৫
লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

সরকারের সবুজ সংকেত না পাওয়ায় সিরিজ খেলতে আসেননি শুভমান গিলরা। ফলে এশিয়া কাপের প্রস্তুতি নিতে নেদারল্যান্ডসকে ডেকে আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যাওয়ায় ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছেন তাসকিনরা। হ্যাটট্রিক সিরিজ জয়ে এশিয়া কাপের আগে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। তাসকিনও মনে করেন, ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভালো করা সম্ভব।


এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য নিয়ে তাসকিন বলেন, ‘আমার, দলের, সবার প্রত্যাশা চ্যাম্পিয়ন হওয়া, এটাই মূল্য লক্ষ্য। আসলে আমরা তো শুধু অংশগ্রহণ করতে যাচ্ছি না। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষে আমাদের সবশেষ তিনটা সিরিজই আল্লাহ রহমতে জয় পেয়েছি। এটা ভালো আত্মবিশ্বাস দেবে।’


promotional_ad



আরো পড়ুন

বাংলাদেশও বড় হুমকি হয়ে উঠতে পারে, এশিয়া কাপ নিয়ে আর্নল্ড

১০ ঘন্টা আগে
বাংলাদেশ দল ও রাসেল আর্নল্ড

‘দেখুন— কয়েকমাস আগে আমি একটা সাক্ষাৎকারে (প্রেস কনফারেন্সে) বলেছিলাম আমাদের দলটা এই মুহূর্তে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল..তখন আমরা একটু হারছিলাম, ভালো-মন্দের মিশেলে ছিলাম। এই যে দেখুন উন্নতির ধারাটা— অনুশীলনে আমরা সবাই এত করছি সতীর্থ, কোচিং স্টাফ, এমনকি বিসিবিও অনেক সহায়তা করছে। সব মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আশা করি এই ধারাবাহিকতাটা থাকলে অনেক ভালো কিছু হবে।’


এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। সুপার ফোরে যেতে বাংলাদেশের লড়াইটা হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে। সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে নিজেদের সামর্থ্যের কথা আরও একবার জানান দিয়েছে তারা। বাংলাদেশের বিপক্ষে তাদের রেকর্ড এমনিতেও ভালো। ১২ দেখায় আফগানরা জয় পেয়েছে সাতটিতে। শ্রীলঙ্কাও এগিয়ে আছে বাংলাদেশের চেয়ে।


২০ ম্যাচ খেলে ৮ হারের বিপরীতে লঙ্কানরা জয় পেয়েছে ১২টিতে। তবে ২০১২ সালে এশিয়া কাপের ফাইনাল খেলায় তাদের চেয়ে নিজেদেরকেই এগিয়ে রাখছেন তাসকিন। ডানহাতি এই পেসার যদিও মনে করিয়ে দিয়েছেন, অনিশ্চয়তার ক্রিকেটে বিশ্বকাপ ও বড় ইভেন্টে অনেক সময়ই ছোট দলগুলো বড় দলকে হারিয়ে দেয়। তবুও তাসকিন মনে করেন, আফগান ও লঙ্কানরা বাংলাদেশকে নিয়ে খানিকটা ভয়েই থাকবে।


ডানহাতি এই পেসার বলেন, ‘আসলে টি-টোয়েন্টি খেলায় অনেক অনিশ্চয়তা থাকে। কারণ দেখবেন অনেক ছোট দল বিশ্বকাপ কিংবা বড় ইভেন্টে বড় দলকে হারায়। ক্রিকেট গোল বলের খেলা, তার মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাট— একটা ওভারে মোমেন্টাম শিফট হতে পারে। তার থেকে বড় জিনিস ভয় না পাওয়ার কারণ নাই। কারণ অতীতে আমরা ফাইনাল খেলেছি, চ্যাম্পিয়ন হওয়াটা বাকি। এটাও হবে ইনশাআল্লাহ।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball