বিসিসিআইয়ের আয় ১০ হাজার কোটি, আইপিএল থেকেই ৫ হাজার কোটির বেশি

বিসিসিআই
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এবং অন্যতম ধোনি ক্রিকেট বোর্ড ধরা হয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই)। গত (২০২৩-২৪) অর্থবছরের হিসেবে ভারত ৯ হাজার ৭৪১ কোটি ৭০ লাখ রুপি রাজস্ব আয় করেছে। ডলারে এর পরিমাণ ১ বিলিয়নেরও বেশি। যা বিসিসিআইয়ের আয়ের রেকর্ড।

promotional_ad

এমন তথ্যই জানিয়েছে দেশটির সর্ববৃহৎ স্বাধীন সংস্থা রেডিফিউশন। তাদের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআইয়ের আয়ের সবচেয়ে বড় উৎস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সেখান থেকেই তারা ৫ হাজার ৭৬১ কোটি রুপি আয় করেছে। যা তাদের বার্ষিক মোট রাজস্বের ৫৯ দশমিক ১০ শতাংশ।


আরো পড়ুন

গিলের ভুলে ২৫০ কোটি রুপি ক্ষতি হতে পারে ভারতের

১০ জুলাই ২৫
ইনিংস ঘোষণার সময় শুভমান গিল, ফাইল ফটো

আইপিএলের গুরুত্ব বর্ণনা করে ব্যবসায়িক কৌশলবিদ লয়েড ম্যাথিয়াস বলেছেন, ‘২০০৭ সালে বিসিসিআই একটি সোনার ডিম পাড়া রাজহাঁস আবিষ্কার করে—আইপিএল, যার পুরোটাই তাদের অংশ। আমার মতে, এটা সেরা (ক্রিকেট) টুর্নামেন্ট এবং এর সম্প্রচার স্বত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আইপিএল রঞ্জি ট্রফির স্তরের (প্রথম শ্রেণির ক্রিকেট) খেলোয়াড়দের সুযোগ নিশ্চিত করে। পরিসর বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটা আরও লাভজনক হয়ে উঠছে।’


promotional_ad

শুধু পুরুষদের নয়, নারীদের ক্রিকেট লিগ থেকেও বিসিসিআই আয় করেছে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ। উইমেন্স প্রিমিয়ার লিগের সম্প্রচার স্বত্ব ও স্পনসরশিপ চুক্তি থেকে আয় হয়েছে ৩৬১ কোটি রুপি। আন্তর্জাতিক সম্প্রচার স্বত্ব বিক্রি এবং কর্পোরেট পৃষ্ঠপোষকদের আগ্রহের কারণে নারী ক্রিকেটেও আর্থিক দিক থেকে লাভবান হচ্ছে ভারতীয় বোর্ড।


আরো পড়ুন

সাউথ আফ্রিকাকে শিরোপা জিতিয়ে আইসিসির জুনের সেরা মার্করাম

১৪ জুলাই ২৫
আইসিসি

ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়ে একটি অন্যতম অংশ এসেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে। ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে ভারতের আয় ১ হাজার ৪২ কোটি রুপি, যা মোট রাজস্বের ১০ দশমিক ৭০ শতাংশ। এ ছাড়া বিসিসিআইয়ের রিজার্ভে আছে ৩০ হাজার কোটি রুপি।


প্রতি বছর তারা সেখান থেকে হাজার কোটি রুপির সুদ পায়। আইপিএলের স্বত্ব এখন রয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সম্প্রচার সংস্থা ডিজনি ও ভায়াকমের কাছে। তারা ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত আইপিএলের পরিবেশক হিসেবে থাকবে। সম্প্রচার স্বত্ব বাবদ এই প্রতিষ্ঠানটি বিসিসিআইকে দেবে ৬২০ কোটি ডলার (৫৩ হাজার ৩১২ কোটি ৮৭ লাখ রুপি)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball