আরও বেশি টেস্ট খেলার আর্জি ধনঞ্জয়ার

আন্তর্জাতিক
আরও বেশি টেস্ট খেলার আর্জি ধনঞ্জয়ার
সংবাদ সম্মেলনে ধনঞ্জয়া ডি সিলভা
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করেছে শ্রীলঙ্কা। গলে সিরিজের প্রথম টেস্ট ড্র হলেও কলম্বো টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৭৮ রানে হারিয়ে ১-০ ব্যবধানে জিতে সিরিজ জিতে নিয়েছে লঙ্কানরা। সিরিজ জয়ের পর আরও বেশি টেস্ট খেলার আর্জি জানিয়েছেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।

শ্রীলঙ্কা ২০২৫ সালে চারটি টেস্ট ম্যাচ খেলেছে এবং বছরের বাকি সময়ে আর কোনো টেস্ট খেলবে না তারা। ফলে লম্বা সময়ের বিরতির পর আবারও সাদা পোশাকের ক্রিকেটে খেলবে তারা। এই সময়ে শ্রীলঙ্কার টেস্টের ক্রিকেটারের ঘরোয়া ক্রিকেট খেলেই নিজেদের তৈরি রাখতে হবে।

এ প্রসঙ্গে ধনঞ্জয়া বলেছেন, 'আমাদের কেবল ঘরোয়া ম্যাচগুলোই আছে। এখন একটি ওয়ানডে টুর্নামেন্ট চলছে, এরপর একটি তিন দিনের টুর্নামেন্ট হবে। এ ছাড়াও ন্যাশনাল সুপার লিগ আছে। এভাবেই আমাদের ফর্ম ধরে রাখতে হবে। দুর্ভাগ্যবশত, কোনো আন্তর্জাতিক টেস্ট ম্যাচ নেই।'

লঙ্কান অধিনায়ক আরও বলেন, 'আমরা ক্রিকেট শ্রীলঙ্কাকে আরও টেস্ট ম্যাচ খেলার জন্য অনুরোধ করেছি। আমার মনে হয় তারা অন্যান্য দলের সঙ্গে এ বিষয়ে কথা বলছে। যদি আমরা অতিরিক্ত আরও তিন-চারটি টেস্ট ম্যাচ খেলতে পারি, তাহলে আমরা নিজেদের কাজগুলো (প্রস্তুতি) চালিয়ে যেতে পারব।'

কলম্বো টেস্টে মূলত পার্থক্য গড়ে দিয়েছেন কুশল মেন্ডিস। সীমিত ওভারের ক্রিকেটে টপ অর্ডারে ব্যাটিং করলেও টেস্ট তিনি নামেন একটু নিচের দিকে। কলম্বো টেস্টে ৭ নম্বরে নেমে ৮৪ রানের ইনিংস খেলেছেন এই লঙ্কান ব্যাটার। ধনঞ্জয়া মনে করেন মেন্ডিস শ্রীলঙ্কা দলের ব্যাটিং অর্ডারে গভীরতা যোগ করেছেন।

মেন্ডিসের ব্যাটিং নিয়ে ধনঞ্জয়া বলেন, 'কুশল মেন্ডিসের ৭ নম্বরে ব্যাট করা খুবই গুরুত্বপূর্ণ। সে শ্রীলঙ্কার অন্যতম সেরা ব্যাটসম্যান এবং তার সেখানে থাকার অর্থ হল সে নতুন বলেও ভালো খেলতে পারে। শেষ কয়েক সিরিজে সে রান করেছে। যদি সে এটা করতে থাকে, তাহলে নিচের দিকের ব্যাটসম্যানরা ভালো করবে।'

আরো পড়ুন: ধনঞ্জয়া ডি সিলভা