বাংলাদেশকে উড়িয়ে আইসিসির মাস সেরার মনোনয়ন পেলেন ওয়াসিম

আন্তর্জাতিক
বাংলাদেশকে উড়িয়ে আইসিসির মাস সেরার মনোনয়ন পেলেন ওয়াসিম
স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলেন, যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমার এবং সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম (বাম থেকে), আইসিসি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আইসিসি মে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে। এবার মনোনীত হয়েছেন স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলেন, যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমার এবং সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম। তিনজনই গত মাসে দারুণ পারফর্ম করে নিজেদের দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

স্কটল্যান্ডের অলরাউন্ডার ব্র্যান্ডন ম্যাকমুলেন আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ ২–এ ধারাবাহিকভাবে উজ্জ্বল পারফরম্যান্স করেন। মে মাসে পাঁচটি ওয়ানডেতে ব্যাট হাতে ১০৭.৮৭ স্ট্রাইক রেটে ২৩৩ রান করেছেন। তার গড় ছিল ৫৮.২৫। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১০ উইকেট, ইকোনমি রেট ৫.০৮।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি হাফ সেঞ্চুরি করলেও তার সেরা পারফরম্যান্স ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে। উত্রেখটে নিজের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়ে স্কটল্যান্ডকে পৌঁছে দেন ৩৮০ রানে, যা তাদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। পরে বল হাতে ৫৫ রান খরচায় চার উইকেট নিয়ে ১৪৫ রানের বড় জয় এনে দেন দলকে।

যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমারও দুর্দান্ত মে কাটিয়েছেন। চারটি ওয়ানডেতে ৬৭ গড়ে ২০১ রান করেন। বল হাতে শিকার করেন ৯ উইকেট। তার সবচেয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স আসে ওমানের বিপক্ষে, যেখানে তিনি পাঁচ উইকেট নেয়ার পাশাপাশি করেন ৬৮ রান। আমেরিকান ক্রিকেটার হিসেবে প্রথমবারের মতো কোনো ওয়ানডে ম্যাচে ফিফটি ও পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান তিনি।

মিলিন্দ এরপর কানাডার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন, ৬৭ বলে অপরাজিত ১১৫ রান করেন ১২ চার ও পাঁচটি ছক্কায়। তার এই ইনিংস যুক্তরাষ্ট্রকে বড় স্কোর গড়তে সাহায্য করে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম নেতৃত্ব দিয়েছেন একদম সামনে থেকে। বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। তিন ম্যাচে ১৪৫ রান করেন, যার মধ্যে ছিল দুটি হাফ সেঞ্চুরি। দ্বিতীয় ম্যাচে ৪২ বলে ৮২ রানের ইনিংস খেলে দলকে জেতান দুই উইকেটে।

ওয়াসিম সিরিজ সেরা নির্বাচিত হন এবং শেষ ম্যাচে জয় এনে দিয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় সংযুক্ত আরব আমিরাত। এছাড়া মে মাসে ওয়ানডে ফরম্যাটেও তিনি পাঁচ ম্যাচে ১৬৯ রান করেন। চলতি জুনে ঘোষিত হবে মে মাসের চূড়ান্ত বিজয়ীর নাম।

আরো পড়ুন: মোহাম্মদ ওয়াসিম