promotional_ad

পিএসএলে দল পাওয়ার গল্প শোনালেন মিরাজ

ক্রিকফ্রেঞ্জি
২০১৭ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজে গেলেও অস্ট্রেলিয়া সিরিজের জন্য ম্যাচ না খেলেই ফিরতে হয়েছিল বাংলাদেশের অলরাউন্ডার। প্রায় ৮ বছর পর আবারও সুযোগ পেলেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে।

promotional_ad

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষাংশে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন মিরাজ। জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা জাতীয় দলের ব্যস্ততায় ইংল্যান্ড চলে যাওয়ায় তাঁর বদলি হিসেবে মিরাজকে দলে টেনেছে লাহোর। সবকিছু ঠিক থাকলে ২২ মে করাচি কিংসের বিপক্ষে এলিমিনেটরে লাহোরের হয়ে অভিষেক হতে পারে অফ স্পিন বোলিং এই অলরাউন্ডার। পিএসএল খেলতে ২০ মে বাংলাদেশ ছেড়েছেন তিনি।


আরো পড়ুন

পিএসএল প্লে-অফের লাইনআপ চূড়ান্ত, সাকিব-মিরাজদের প্রতিপক্ষ করাচি

৯ ঘন্টা আগে
লাহোর কালান্দার্স

পিএসএলে খেলতে যাওয়ার আগে দল পাওয়ার গল্প শুনিয়েছেন মিরাজ। জাতীয় দলের ব্যস্ততার কারণে বেশ কয়েকজন ক্রিকেটার না থাকায় ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন মিরাজের বাংলাদেশি ম্যানেজার। মিরাজও ফ্রি থাকায় সুযোগটা লুফে নিয়েছে লাহোর। দলটির পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই বিসিবির কাছে এনওসি চেয়ে বসেন মিরাজ। এনওসি দিতে বিসিবিও কালক্ষেপণ করেনি।


promotional_ad

পাকিস্তানে যাওয়ার আগে মিরাজ বলেন, ‘২-৩ দিন ধরেই কথা হচ্ছিল ওদের সাথে। বাংলাদেশে আমার যে ম্যানেজার আছে ওই যোগাযোগ করছিল এবং ওদের সঙ্গে কথা বলছিল কিভাবে কী করা যায়। ওদের বেশ কয়েকজন খেলোয়াড় আছে ওরা খেলতে পারবে না জাতীয় দলের খেলার জন্য। এজন্য নিয়মিত কথা হয়েছিল। এরপর আমাকে জানিয়েছে আমি ফ্রি আছি কিনা। তারপর আমি জানালাম হ্যাঁ, আমি ফ্রি আছি। আমাকে যদি নেয় তাহলে আমি খেলতে পারব।’


আরো পড়ুন

লাহোরের হয়ে খেলতে বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেলেন মিরাজ

১৯ মে ২৫
সাকিবের পর পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন মেহেদী হাসান মিরাজ, ফাইল ফটো

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলাকে বড় সুযোগ হিসেবে দেখছেন মিরাজ। তিনি বলেন, ‘দেখুন—ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তো এটা একটা সুযোগ। আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে অভিজ্ঞতা বাড়ে। বিভিন্ন দেশের ক্রিকেটাররা থাকে, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া যায়। এখানে ভালো খেললে নিজের আত্মবিশ্বাসও অনেক ভালো থাকে। আমার কাছে মনে হয় এটা আমার জন্য একটা সুযোগ। যেহেতু আমার আগে বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা হয়নি—একবার গিয়েছিলাম কিন্তু খেলতে পারিনি। তখন আমাদের ঘরের মাঠে সিরিজ ছিল অস্ট্রেলিয়ার সাথে এজন্য খেলা হয়নি। পিএসএল যেহেতু বড় একটা টুর্নামেন্ট—ওইখানে খেলার একটা সুযোগ আছে। চেষ্টা করব যদি পাই তাহলে নিজের সর্বোচ্চটা দেয়ার।’


চলতি মৌসুমে লাহোরের হয়ে খেলেছেন রিশাদ হোসেন। বাংলাদেশের তরুণ লেগ স্পিনার ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন কালান্দার্সের জার্সিতে। যুদ্ধ বিরতির পর পিএসএল শুরু হলেও জাতীয় দলের ব্যস্ততায় বাকি অংশ খেলতে পাকিস্তানে যাননি তিনি। এদিকে ড্যারিল মিচেল চোটে পড়ায় তাঁর বদলি হিসেবে সাকিব আল হাসানকে দলে নেয় লাহোর। মিরাজ দল পেয়ে তাই সবার আগে কথা বলেছেন রিশাদ ও সাকিবের সঙ্গে।


তাদের দুজনের কাছ থেকেই ভালো ফিডব্যাক পেয়েছেন বলে জানান তিনি। মিরাজ বলেন, ‘হ্যাঁ, রিশাদের সঙ্গেও কথা হয়েছে এবং সাকিব ভাইয়ের সঙ্গেও কথা হয়েছে। তারা যেহেতু ওই দলে খেলেছে আমি জানতে চেয়েছিলাম দলের পরিস্থিতি কেমন। তারা দুজনই খুব ভালো ফিডব্যাক দিয়েছে এবং দলের সবকিছু ভালো মতো হচ্ছে। যেহেতু তারা দুজন খেলেছে তাই ওই অভিজ্ঞতাটা আমার জন্য কাজে লাগবে। কারণ ওইখানে গিয়ে আমি হয়ত মনে করতে পারি নতুন নতুনভাবে শুরু করব। কিন্তু আমার কাছে মনে হয় ওরা যারা আছে সবাই আমাকে হেল্প করবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball