promotional_ad

‘নোটবুক সেলিব্রেশন’ করে দিগ্বেশের শাস্তি

দিগ্বেশ সিংয়ের নোটবুক সেলিব্রেশন
‘নোটবুক সেলিব্রেশন’ করে বিপদে পড়েছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের তরুণ পেসার দিগ্বেশ সিং রাঠি। আউট করার পর এমন সেলিব্রেশনের জন্য তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের পাশে।

promotional_ad

ঘটনাটি পঞ্জাব কিংসের ইনিংসের তৃতীয় ওভারের শেষের দিকে। দিগ্বেশের একটি শর্ট এবং ওয়াইড ডেলিভারিতে প্রিয়াংশ আর্য পুল করতে গিয়ে টপএজ হন। মিড অনে দৌড়ে এসে সেই ক্যাচ নেন শার্দুল ঠাকুর। ৯ বলে ৮ রান করে ফিরে যেতে হয় পাঞ্জাবের এই ব্যাটারকে।


আরো পড়ুন

বিতর্কিত ‘নোটবুক উদযাপন’ নিয়ে মুখ খুললেন দিগ্বেশ

২৬ এপ্রিল ২৫
বিতর্কিত ‘নোটবুক উৎসব’ নিয়ে মুখ খুললেন দিগ্বেশ রাঠি, ফাইল ফটো

তাকে আউট করে এগিয়ে গিয়ে একটি নোটবুকে নাম লেখার ভঙ্গি করেন দিগ্বেশ। এই সেলিব্রেশন নজর এড়ায়নি আম্পায়ারদের। এরপর তাকে সতর্কও করে দেন। দিগ্বেশের এমন আচরণ আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করেছে। তাই ম্যাচ শেষে আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি তাকে শাস্তি দিয়েছে।


promotional_ad

বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বোলার দিগ্বেশ সিং রাঠিকে আইপিএল আচরণবিধি লঙ্ঘনের কারণে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।’


আরো পড়ুন

শেফার্ডের ১৪ বলে হাফ সেঞ্চুরির দিনে বেঙ্গালুরুর ২ রানের নাটকীয় জয়

৭ ঘন্টা আগে
রোমারিও শেফার্ড ও টিম ডেভিড, আইপিএল

দিগ্বেশ আর্টিকেল ২.৫-এর অধীনে লেভেল ১ অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন, যা লেভেল ১ লঙ্ঘনের ক্ষেত্রে চূড়ান্ত ও বাধ্যতামূলক। শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। 


দিগ্বেশের সেলিব্রেশন ভালোভাবে নেননি সাবেক ভারতীয় ব্যাটার সুনীল গাভাস্কারও। তিনি সেই সময় বলেছিলেন, ‘আমি বুঝতে পারি যদি ব্যাটসম্যান আগের বলে ছক্কা বা বাউন্ডারি মারার পর বোলার উইকেট পেয়ে সেলিব্রেশন করে। কিন্তু একজন বোলারের ছয়টি বল থাকে।'


তিনি আরও যোগ করেন, 'যদি পাঁচটি ডট বলের পর ষষ্ঠ বলে উইকেট পান, আর তখন আপনি এমন কিছু করেন, সেটা অপ্রয়োজনীয় মনে হয়। এসব ইঙ্গিত করে যে আপনি নিজের উইকেট পাওয়ার সম্ভাবনা নিয়েই আত্মবিশ্বাসী ছিলেন না, তাই এখন উইকেট পেয়ে দেখানোর চেষ্টা করছেন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball