এক ইনিংস দিয়েই শচীনের রেকর্ড ভাঙলেন রাহুল

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে বৃহস্পতিবারের (২৪ সেপ্টেম্বর) ম্যাচে মাত্র ৬৯ বলে ১৩২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন লোকেশ রাহুল। ৭টি ছক্কা এবং ১৪টি চারের সাহায্যে করা এই রানের মাধ্যমে কিংবদন্তী শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিয়েছেন পাঞ্জাব অধিনায়ক।
আইপিএলে দ্রুততম সময়ের মধ্যে ২ হাজার রানের রেকর্ড গড়েছেন রাহুল। টুর্নামেন্টটিতে দুই হাজারি রানের ক্লাবে পা রাখতে ৬০ ইনিংস খেলেছেন তিনি। যেখানে এই মাইলফলক স্পর্শ করতে শচীনের সময় লেগেছিল ৬৩ ইনিংস।

ক্রিকেটকে বিদায় জানানোর আগে আইপিএলের ৬টি মৌসুমে খেলেছেন রেকর্ডের বরপুত্র খ্যাত ব্যাটসম্যান শচীন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৭৮ ইনিংসে ৩৪.৮৩ গড়ে ২ হাজার ৩৩৪ রান সংগ্রহ করেছেন তিনি। আর এখন পর্যন্ত ৬৯টি ম্যাচে ৪৪.৩৭ গড়ে ২ হাজার ১৩০ রান করেছেন রাহুল।
আইপিএলে দ্রুততম সময়ের মধ্যে দুই হাজার রানের মাইলফলকে পা রাখার কীর্তিতে রাহুল এবং শচীনের পরে আছেন কলকাতা নাইট রাইডার্সের সাবেক ওপেনার গৌতম গম্ভীর, চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না এবং দিল্লি ডেয়ারডেভিলস ও পাঞ্জাবের হয়ে খেলা বীরেন্দ্র শেহবাগ।
দুই হাজার রানের ক্লাবে পৌঁছুতে গম্ভীরকে খেলতে হয়েছে ৬৮টি ইনিংস। অপরিদকে রায়না এবং শেহবাগ খেলেছেন যথাক্রমে ৬৯ ও ৭০ ইনিংস। আইপিএলে গম্ভীরের সংগ্রহ ১৫৪ ম্যাচে ৩১.০০ গড়ে ৪ হাজার ২১৭ রান।
অপরদিকে ১৯৩ ম্যাচে ৩৩.৬৪ গড়ে ৫ হাজার ৩৬৮ রান সংগ্রহ করেছেন চেন্নাইয়ের তারকা ব্যাটসম্যান রায়না। আর সর্বশেষ ২০১৫ সালে আইপিএলে খেলা শেহবাগের সংগ্রহ ১০৪ ম্যাচে ২৭.৫৫ গড়ে ২ হাজার ৭২৮ রান।