সেঞ্চুরির পর বশের ৫ উইকেট, সাউথ আফ্রিকার বড় জয়

ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

আগের দিনের শেষ বিকেলে তাকুদজোয়ানাশে কাইতানোকে ফিরিয়েছিলেন বশ। কাইতানোর বিদায়ে সেদিনের খেলা শেষ হয়েছিল সেখানেই। চতুর্থ দিন সকালে প্রথম বলেই ফেরান নিক ওয়েলচকে। সাউথ আফ্রিকান পেস বোলিং অলরাউন্ডারের শর্ট লেংথ ডেলিভারিতে শর্ট লেগে টনি ডি জর্জিকে ক্যাচ দেন তিনি। টানা দুই বলে দুই উইকেট নেয়ায় হ্যাটট্রিকের সম্ভাবনা জাগে বশের। যদিও শন উইলিয়ামস সেটা করতে দেননি। শুরুর ধাক্কা সামালের চেষ্টা করেছিলেন উইলিয়ামস ও প্রিন্স মাসভাউর। তবে সেটা কাজে আসেনি।
দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মহারাজ, অধিনায়ক মুল্ডার
১৪ ঘন্টা আগে
একটু পর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ানকেও ফেরান বশই। ডানহাতি পেসারের বলে টপ এজ হয়ে ক্যাচ দিয়েছেন উইকেটকিপার কাইল ভেরেইনাকে। বশ তিন উইকেট নেয়ার পর যোগ দেন ইউসুফও। বুলাওয়েতে অভিষেক হওয়ায় পেসার ফিরিয়েছেন ওপেনার প্রিন্সকে। ৭৬ বল খেলা জিম্বাবুইয়ান ওপেনার আউট হয়েছেন ১২ রানে। পরের দুটি উইকেটও নিয়েছেন ইউসুফই। ওয়েসলি মাধেভেরে এবং টাফাডজোয়া সিগা ড্রেসিং রুমে ফিরেছেন রানের খাতা খুলতে না পেরেই। ৮২ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পগে স্বাগতিকরা।

এমন অবস্থা থেকে জিম্বাবুয়েকে টেনে তোলার চেষ্টা করেন ওয়েলিংটন মাসাকাদজা ও ক্রেইগ আরভিন। তারা দুজনে মিলে যোগ করেন ৮৩ রান। সাবলীল ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরির খুব কাছে থাকা জিম্বাবুইয়ান অধিনায়ককে ফিরিয়ে জুটি ভাঙেন বশ। ডানহাতি পেসারের বলে ডি জর্জির হাতে ক্যাচ দিয়েছেন ৭৭ বলে ৪৯ রানের ইনিংস খেলা আরভিন। একটু পর ভিনসেন্ট মাসেকেসাকেও ফেরান বশই। প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকা বশ দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট।
মুল্ডারের ১৪৭ রানে জিম্বাবুয়েকে বিশাল লক্ষ্য দিল প্রোটিয়ারা
১ জুলাই ২৫
দ্বিতীয় ইনিংসে এমন বোলিংয়ের আগে প্রথম ইনিংসে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। জ্যাক ক্যালিসের পর প্রথম সাউথ আফ্রিকান ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরির পাশাপাশি ৫ উইকেটও নিলেন। সবমিলিয়ে সাউথ আফ্রিকার চতুর্থ ক্রিকেটার তিনি। তাদের দুজন ছাড়াও জিমি সিনক্লেয়ার এবং অব্রে ফকনারের এমন কীর্তি আছে। সবশেষ ২০০২ সালে ক্যালিস সেঞ্চুরির সঙ্গে ৫ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে পচেফস্ট্রুমে।
আরভিন না পারলেও হাফ সেঞ্চুরি তুলে নেন মাসাকাদজা। ৬৮ বলে পঞ্চাশ ছোঁয়া ব্যাটারকে ফেরান কেশভ মহারাজ। বাঁহাতি স্পিনারের বলে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে মাসাকাদজা আউট হয়েছেন ৯২ বলে ৫৭ রানের ইনিংস খেলে। শেষের দিকে ২৯ বলে ৩২ রানের ক্যামিও খেলে অপরাজিত ছিলেন ব্লেসিং মুজারাবানি। শেষ ব্যাটার হিসেবে তানাকা শিভাঙ্গার বিদায়ে ২০৮ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। সাউথ আফ্রিকার হয়ে বশ পাঁচটি, ইউসুফ তিনটি উইকেট নিয়েছেন। ম্যাচসেরা হয়েছেন অভিষেকে ১৫৩ রানের ইনিংস খেলা লুয়ান ড্রে-প্রিটোরিয়াস।