promotional_ad

সেঞ্চুরির পর বশের ৫ উইকেট, সাউথ আফ্রিকার বড় জয়

জিম্বাবুয়ে ক্রিকেট
বুলাওয়েতে সাউথ আফ্রিকাকে হারাতে হলে চতুর্থ ইনিংসে ৫৩৭ রান করতে হতো জিম্বাবুয়েকে। স্বাগতিকদের জন্য লক্ষ্যটা যখন পাঁচশ ছাড়িয়েছে সাউথ আফ্রিকার জয়টা প্রায় তখনই নিশ্চিত ছিল। কোডি ইউসুফ, কর্বিন বশের পেস বোলিংয়ে কাজটা সহজ এবং দ্রুত হয়েছে সফরকারীদের জন্য। প্রথম ইনিংসে ২৫১ রানে গুটিয়ে যাওয়া জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে অল আউট হয়েছে মাত্র ২০৮ রানে। নিয়মিত ক্রিকেটারদের বিশ্রাম দেয়া প্রোটিয়াদের কাছে প্রথম টেস্টে ৩২৮ রানে হারল জিম্বাবুয়ে। নিজেদের টেস্ট ইতিহাসে রোডেশিয়ানদের এটিই সবচেয়ে বড় হার। জিম্বাবুয়েকে হারিয়ে দুই টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে গেল সাউথ আফ্রিকা।

promotional_ad

আগের দিনের শেষ বিকেলে তাকুদজোয়ানাশে কাইতানোকে ফিরিয়েছিলেন বশ। কাইতানোর বিদায়ে সেদিনের খেলা শেষ হয়েছিল সেখানেই। চতুর্থ দিন সকালে প্রথম বলেই ফেরান নিক ওয়েলচকে। সাউথ আফ্রিকান পেস বোলিং অলরাউন্ডারের শর্ট লেংথ ডেলিভারিতে শর্ট লেগে টনি ডি জর্জিকে ক্যাচ দেন তিনি। টানা দুই বলে দুই উইকেট নেয়ায় হ্যাটট্রিকের সম্ভাবনা জাগে বশের। যদিও শন উইলিয়ামস সেটা করতে দেননি। শুরুর ধাক্কা সামালের চেষ্টা করেছিলেন উইলিয়ামস ও প্রিন্স মাসভাউর। তবে সেটা কাজে আসেনি।


আরো পড়ুন

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মহারাজ, অধিনায়ক মুল্ডার

১৪ ঘন্টা আগে
উইকেট পাওয়ার পর মহারাজের উদযাপন

একটু পর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ানকেও ফেরান বশই। ডানহাতি পেসারের বলে টপ এজ হয়ে ক্যাচ দিয়েছেন উইকেটকিপার কাইল ভেরেইনাকে। বশ তিন উইকেট নেয়ার পর যোগ দেন ইউসুফও। বুলাওয়েতে অভিষেক হওয়ায় পেসার ফিরিয়েছেন ওপেনার প্রিন্সকে। ৭৬ বল খেলা জিম্বাবুইয়ান ওপেনার আউট হয়েছেন ১২ রানে। পরের দুটি উইকেটও নিয়েছেন ইউসুফই। ওয়েসলি মাধেভেরে এবং টাফাডজোয়া সিগা ড্রেসিং রুমে ফিরেছেন রানের খাতা খুলতে না পেরেই। ৮২ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পগে স্বাগতিকরা।


promotional_ad

এমন অবস্থা থেকে জিম্বাবুয়েকে টেনে তোলার চেষ্টা করেন ওয়েলিংটন মাসাকাদজা ও ক্রেইগ আরভিন। তারা দুজনে মিলে যোগ করেন ৮৩ রান। সাবলীল ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরির খুব কাছে থাকা জিম্বাবুইয়ান অধিনায়ককে ফিরিয়ে জুটি ভাঙেন বশ। ডানহাতি পেসারের বলে ডি জর্জির হাতে ক্যাচ দিয়েছেন ৭৭ বলে ৪৯ রানের ইনিংস খেলা আরভিন। একটু পর ভিনসেন্ট মাসেকেসাকেও ফেরান বশই। প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকা বশ দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট।


আরো পড়ুন

মুল্ডারের ১৪৭ রানে জিম্বাবুয়েকে বিশাল লক্ষ্য দিল প্রোটিয়ারা

১ জুলাই ২৫
উইয়ান মুল্ডার, ফাইল ফটো

দ্বিতীয় ইনিংসে এমন বোলিংয়ের আগে প্রথম ইনিংসে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। জ্যাক ক্যালিসের পর প্রথম সাউথ আফ্রিকান ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরির পাশাপাশি ৫ উইকেটও নিলেন। সবমিলিয়ে সাউথ আফ্রিকার চতুর্থ ক্রিকেটার তিনি। তাদের দুজন ছাড়াও জিমি সিনক্লেয়ার এবং অব্রে ফকনারের এমন কীর্তি আছে। সবশেষ ২০০২ সালে ক্যালিস সেঞ্চুরির সঙ্গে ৫ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে পচেফস্ট্রুমে।


আরভিন না পারলেও হাফ সেঞ্চুরি তুলে নেন মাসাকাদজা। ৬৮ বলে পঞ্চাশ ছোঁয়া ব্যাটারকে ফেরান কেশভ মহারাজ। বাঁহাতি স্পিনারের বলে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে মাসাকাদজা আউট হয়েছেন ৯২ বলে ৫৭ রানের ইনিংস খেলে। শেষের দিকে ২৯ বলে ৩২ রানের ক্যামিও খেলে অপরাজিত ছিলেন ব্লেসিং মুজারাবানি। শেষ ব্যাটার হিসেবে তানাকা শিভাঙ্গার বিদায়ে ২০৮ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। সাউথ আফ্রিকার হয়ে বশ পাঁচটি, ইউসুফ তিনটি উইকেট নিয়েছেন। ম্যাচসেরা হয়েছেন অভিষেকে ১৫৩ রানের ইনিংস খেলা লুয়ান ড্রে-প্রিটোরিয়াস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball