'রাসেল' চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত বোল্ট

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান আইপিএলে আন্দ্রে রাসেলের বিরুদ্ধে বল করতে মুখিয়ে আছেন ট্রেন্ট বোল্ট। আজ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে বোল্টের দল মুম্বাই ইন্ডিয়ান্স।
এই ম্যাচে কলকাতার হয়ে ক্যারিবিয়ান অলরাউন্ডার রাসেলের খেলা অনেকটাই নিশ্চিত। বিধ্বংসী রাসেলের বিপক্ষে বোলিং করা বিশ্বের যেকোনো বোলারের জন্যই কঠিন চ্যালেঞ্জ। নিউজিল্যান্ডের গতি তারকা বোল্টও এর ব্যতিক্রম নন। তবে এই চ্যালেঞ্জ নিতে যথেষ্ট প্রস্তুত তিনি।

রাসেলকে মোকাবেলা করতে মুখিয়ে থাকা বোল্ট বলেছেন, 'বর্তমানে ক্রিকেটের বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন সে (রাসেল)। আর এখানেই সেই চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের জন্যই আমি ক্রিকেট খেলি। আমি বড় ক্রিকেটারদের মুখোমুখি হতে এবং তাদের উইকেট নিতে পছন্দ করি। আমি সেই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।'
আইপিএলের ইতিহাসে স্ট্রাইক রেটের দিক থেকে সবার উপরে রয়েছেন আন্দ্রে রাসেল। ১৮৬.৪১ স্ট্রাইক রেটে ব্যাটিং করা এই ক্যারিবিয়ান ম্যাচের কঠিন মুহূর্তেও মোড় ঘুরিয়ে দিতে পারেন। বিশ্বের তাবৎ বাঘা বাঘা বোলারদের তুলোধুনো করতেও জুড়ি মেলা ভার তাঁর।
আজ বাংলাদেশ সময় রাত আটটায় রাসেলদের কলকাতার বিপক্ষে মাঠে নামবে বোল্টদের দল। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে এই ম্যাচটি।
মুম্বাই এখন পর্যন্ত একটি ম্যাচ খেললেও কলকাতার জন্য আজকের ম্যাচটিই প্রথম। তাই নিজেদের শুরুটা জয় দিয়ে রাঙিয়ে রাখার লক্ষ্যেই মাঠে নামবে তারা। অপরদিকে মুম্বাইয়ের মিশন থাকবে প্রথম জয় তুলে নেয়ার।