জবাবে খেলতে নেমে ৬ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় গাজী। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ রান করেই আউট হন ওপেনার মুনিম শাহরিয়ার। দ্বিতীয় উইকেটে ৫৫ রান যোগ করেন শোভন মোড়ল ও শেখ পারভেজ।
শোভন আউট হয়েছেন ৫২ বলে ৪২ রান করে। পারভেজের ব্যাট থেকে আসে ৬৮ বলে ৩৬ রান। এরপর আমিনুল দ্রুত রান তুলতে গিয়ে ফেরেন ৩৭ বলে ২৩ রান করে। শেষদিকে তাহজিবুল ইসলামের ৩৮ বলে ৩৭ ও সাব্বির হোসেনের ৪৩ বলে ৩২ রানের অপরাজিত ইনিংসে জয় পায় গাজী।
দলটির হয়ে ৮ বলে ১১ রান করে অপরাজিত থাকেন শামীম মিয়া। অগ্রণীর হয়ে দুটি করে উইকেট নেন আরিফ আহমেদ ও রাইহান উদ্দিন। একটি উইকেট নিয়েছেন শহিদুল ইসলাম। এর আগে এই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৮২ রানের জুটি গড়ে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন ইমরানুজ্জামান ও অমিত হাসান। ইমরান ফেরেন ৫৫ বলে ৪২ রান করে।
এরপর ইমরুল কায়েস শূন্য রানে আউট হলে বিপর্যয়ে পড়ে অগ্রণী। অমিত হাফ সেঞ্চুরির আশা জাগিয়ে আউট হন ৪৯ রান করে। ৭ রান করে আউট হন মার্শাল আইয়ুবও। এরপর তাইবুর রহমান ও প্রিতম কুমার ছাড়া আর কেউই দলটির হয়ে বলার মতো রান করতে পারেননি।
তাইবুল ৫৫ বলে ৩৪ ও প্রিতম ৪৮ বলে ২৯ রান করে ফেরেন। এরপর কোনোমতে দুইশ রান পার করে অগ্রণী। গাজীর হয়ে ২২ রানে ৪ উইকেট নেন আমিনুল। দুটি করে উইকেট শিকার করেন আরিদুল ইসলাম ও শেখ পারভেজ। এই ম্যাচে জয়ের ফলে পয়েন্ট টেবিলে চার নম্বরে থেকে আসর শেষ করল গাজী গ্রুপ ক্রিকেটার্স।