
ডিপিএলে ২ বিদেশির প্রস্তাব, চ্যাম্পিয়নরা পাবে ১৫ লাখ টাকা
একটা সময় ডিপিএলে খেলে গেছেন অরুণ লাল, প্রণব রায়, ওয়াসিম জাফর, অজয় জাদেজা, অরবিন্দ ডি সিলভা, সনাৎ জয়াসুরিয়া, ওয়াসিম আকরাম, সেলিম মালিক, মোহাম্মদ ইউসুফের মতো ক্রিকেটার। সবশেষ এক যুগে খেলেছেন দীনেশ কার্তিক, ইয়ন মরগান, ডেভিড মালান, লুক রাইটরাও। তবে সবশেষ কয়েক বছরে ক্রমশই কমেছে তারকা ক্রিকেটারের সংখ্যা।