সংগৃহীত

বিশাল হারে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ

প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। হোয়াইটওয়াশের আনুষ্ঠানিকতার জন্য বাকি ছিল সিরিজের শেষ ম্যাচ। তৃতীয় টি-টোয়েন্টিতে ৮০ রানের জয় দিয়ে ক্যারিবীয়দের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেই সিরিজ শেষ করল টাইগাররা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের স্বাদ পেল বাংলাদেশ। টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র দিয়ে সিরিজ শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর ওয়ানডে সিরিজে ক্যারিবীদের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ। এবার টি-টোয়েন্টিন সিরিজে সেই হারেরই যেন বদলা নিল বাংলাদেশ।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক