এশিয়া কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর

এশিয়া কাপ
আসন্ন এশিয়া কাপ নিয়ে ধোঁয়াশা অনেকটাই কেটে গেছে। কদিন আগেই ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সাধারণ সভা। এই সভায় যদিও এশিয়া কাপ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এবার এশিয়া কাপের পূর্ণাঙ্গ সুচি প্রকাশ করেছে আয়োজকরা।

promotional_ad



আরো পড়ুন

আরও কিছুদিন খেলতে বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ

১১ ঘন্টা আগে
ফাইল ছবি

এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে ৯ সেপ্টেম্বর। আর ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। পুরো এশিয়া কাপই আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে। এরপর ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।


১৬ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। সুপার ফোর পর্ব শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে। এর আগে ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। আগেই জানা গেছে ভারত এবং পাকিস্তান এক গ্রুপেই থাকছে। ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি মাঠে গড়াবে ১৪ সেপ্টেম্বর।


promotional_ad



হয়েছেও তাই, তাদের রাখা হয়েছে 'এ' গ্রুপে। তাদের সঙ্গে আছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। আর 'বি' গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এর আগে এশিয়া কাপ নিয়ে নানা জল্পনা কল্পনা হয়েছিল। তবে ঢাকায় অনুষ্ঠিত এসিসির সভায় এশিয়া কাপ নিয়ে সব ধোঁয়াশা শেষ হয়।


এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি-




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball