লিটনকে দ্রুত আউট করতে চায় পাকিস্তান, বাবর-শাহীনদের মিস করবেন না সালমান

বাংলাদেশ
লিটনকে দ্রুত আউট করতে চায় পাকিস্তান, বাবর-শাহীনদের মিস করবেন না সালমান
পাকিস্তান অধিনায়ক আঘা সালমান
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
চোটের কারণে বাংলাদেশ দলে নেই তাসকিন আহমেদ। ইনজুরির কারণে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমানও। এরপর বাংলাদেশের এই বোলিং আক্রমণকে সমীহ করছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা। তিনি মনে করেন যারা আছেন তারাও খুবই ভালো বোলার।

তাসকিন-মুস্তাফিজদের ছাড়া বোলিং আক্রমণ নিয়ে সংযুক্ত আরব আমরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে বাংলাদেশকে। তার পরও বাংলাদেশের পুরো বোলিং আক্রমণের বিপক্ষে সতর্কতার সঙ্গে খেলার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক।

সিরিজ শুরুর আগে সালমান বলেছেন, 'বাংলাদেশের একজন ব্যাটসম্যান বা বোলারের নাম বলা কঠিন। বাংলাদেশ দলে তিন চারজন বোলার আছে। তারা খুবই ভালো বোলার। আমরা নির্দিষ্ট করে একজন বোলারকে টার্গেট করছি না। সবার বিপক্ষেই আমাদের খেলতে হবে।'

বাংলাদেশের ব্যাটাররাও খুব একটা ছন্দে নেই। সংযুক্ত আরব আমরাতের বিপক্ষে পারভেজ হোসেন ইমন একটি সেঞ্চুরি হাঁকালেও বাকিদের কেউই বলার মতো কিছু করতে পারেননি। তবে লিটন দাসকে নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নামবে পাকিস্তান। সালমান মনে করেন অধিনায়ককে অল্প রানে ফেরাতে পারলে বড় ধাক্কা খাবে বাংলাদেশ।

সেই পরিকল্পনার কথা খোলাসা করে পাকিস্তান অধিনায়ক বলেন, 'ব্যাটসম্যানদের মধ্যে লিটন দাস খুবই ভালো ব্যাটার। সে এমন একজন ব্যাটার যাকে আমরা দ্রুত আউট করতে চাই। অধিনায়ক যদি রান না করে তাহলে দল কিছুটা পিছিয়ে পড়বে।'

পাকিস্তান দলও বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজে সুযোগ হয়নি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বোচ্চ উইকেট শিকার শাহীন শাহ আফ্রিদির। সেই সঙ্গে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে বাইরে রেখে স্কোয়াড সাজিয়েছে পাকিস্তান।

এই সিরিজে তাদেরকে মিস করবেন না বলে জানিয়ে সালমান বলেন, 'তাদের না থাকা এটা কোনো চাপের কিছু না। পাকিস্তানে এমন প্রতিভা আছে যে কেউ যে কাউকে রিপ্লেস করতে পারে। বাবর-শাহীন গত ৪-৫ বছর পাকিস্তানের হয়ে পারফর্ম করেছে। সামনের সিরিজগুলোতে হয়তো তাদের সুযোগ থাকবে।'

আরো পড়ুন: বাবর আজম