বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হলেন সরোয়ার ইমরান

বাংলাদেশ
বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হলেন সারওয়ার ইমরান
নারী দলের সঙ্গে সারোয়ার ইমরান, বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন সরোয়ার ইমরান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছে এমনটাই। হাসান তিলকারত্নে বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ার পর থেকেই গুঞ্জন ছিল দেশি কোচ নিয়োগ দিতে পারে বিসিবি।

এবার সেই পথেই পা বাড়াল দেশের ক্রিকেটের এই অভিভাবক সংস্থা। বেশ কয়েকজন দেশীয় কোচের সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি। এর মধ্যে অন্যতম ছিলেন সরোয়ার ইমরান। দেশের অন্যতম সেরা এই কোচকে খুঁজে নিতে কোনো অসুবিধাই হয়নি বিসিবির।

বিসিবি সভাপতি হওয়ার পর থেকেই দেশীয় কোচদের নিয়োগ দেয়ার কথা বলে আসছিলেন ফারুক আহমেদ। সেই পথে এবার আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। এর আগে মোহাম্মদ সালাহউদ্দিনকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি।

এ ছাড়াও বিভিন্ন স্থানে সোহেল ইসলাম, রাজিন সালেহদের মতো কোচদেরও সুযোগ করে দেয় বিসিবি। এর আগেও বিসিবির চুক্তিভুক্ত কোচ ছিলেন সরোয়ার ইমরান। ২০০০ সালে বাংলাদেশের পুরুষ দলের টেস্ট অভিষেক ম্যাচে প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি।

এরপর লম্বা সময় ধরে অবশ্য বিসিবির কোনো দলের দায়িত্বে দেখা যায়নি তাকে। সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি।
 

আরো পড়ুন: সারোয়ার ইমরান