
৫ বছর পর সিপিএলে শিরোপা জিতল নাইট রাইডার্স
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ১৩তম আসরে শিরোপা ঘরে তুলেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে তিন উইকেটে হারিয়েছে নিকোলাস পুরানের দল।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ১৩তম আসরে শিরোপা ঘরে তুলেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে তিন উইকেটে হারিয়েছে নিকোলাস পুরানের দল।
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে এবারের সিপিএলের এলিমিনেটর ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। ইনিংসের শেষ দিকে নেমে দ্রুত রান তোলার কাজটা ভালোভাবেই করেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। যদিও তার ঝড়ো পারফরম্যান্সের দিনে অ্যান্টিগা হারল ৯ উইকেটের বড় ব্যবধানে। একইসাথে টুর্নামেন্টে নিজেদের যাত্রার ইতি টানল দলটি।
বল হাতে সব থেকে খরুচে, ব্যাত হাতে দলকে ফেললেন বিপদে। বৃহস্পতিবার ভোরে সাকিব আল হাসান ব্যাট হাতে হতাশ করেন টাইগার ভক্তদের। বল হাতে অবশ্য মুন্সিয়ানা দেখান তিনি। আর ব্যাট হাতে নেমে মাঠে টিকলেন মাত্র দুই বল। এক রান করেই ফিরলেন সাজঘরে। যদিও চার উইকেটে ম্যাচটি জিতে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকন্স। প্রথমবারের মতো প্লে-অফেও জায়গা করে নিলো সাকিবের দল।
জিততে হলে শেষ ৬ বলে ১২ রানের সমীকরণ সামনে ছিল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের। বার্বাডোস রয়্যালসের পেসার শেরফান রাদারফোর্ট প্রথম দুটি বলই করেন ওয়াইড। ফলে ৬ বলে ১০ দরকার ছিল অ্যান্টিগার। তখনও ব্যাটিংয়ে আদ্রিস গুস ও ইমাদ ওয়াসিম। প্রথম বলটি ডিপ এক্সট্রা কাভারে ঠেলে ২ রান নেন ইমাদ। পরের বলে আবার ওয়াইড।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে নিজের যোগ্যতার প্রমাণ আবারও দিলেন সাকিব আল হাসান। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলতে নেমে সিপিএলে নিজের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন তিনি।
সিপিএলের এবারের আসরে নিজেদের অষ্টম ম্যাচে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে দুশর বেশি রান করেও জিততে পারল না অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। সাকিব আল হাসান ও আমির জাঙ্গোর হাফ সেঞ্চুরিতে ২০৪ রান করে অ্যান্টিগা। সেই লক্ষ্য টিম সেইফার্টের সেঞ্চুরিতে ২.১ ওভার আর ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় সেন্ট লুসিয়া।
ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান করে অ্যান্টিগা। এই রান ৮ বল হাতে রেখেই পেরিয়ে গেছে ত্রিনবাগো।
ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ড্যারেন ব্রাভোকে ফিরিয়ে পাঁচশ উইকেট ছুঁতে আরেকধাপ এগিয়েছিলেন সাকিব আল হাসান। তবে পরের ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে বাংলাদেশের অলরাউন্ডার ছিলেন উইকেটশূন্য। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে অপেক্ষার প্রহর ফুরালেন তিনি। নিয়েছেন নাভিয়ান বিদাইসি ও কাইল মেয়ার্সের উইকেটও। ২ ওভার বোলিংয়ের সুযোগ পেয়ে ১১ রান খরচায় অ্যান্টিগাকে তিনটা উইকেট এনে দিয়েছেন সাকিব।
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খুব বেশি বোলিংয়ের সুযোগ হচ্ছিল না সাকিব আল হাসানের। সবশেষ কয়েক ম্যাচের মতো সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষেও বাংলাদেশের অলরাউন্ডার বোলিংয়ে এলেন ইনিংসের শেষের দিকে। ১৫তম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে অধিনায়ক ইমাদ ওয়াসিমের চাওয়া পূরণ করে উইকেট এনে দিতে একটুও দেরি করলেন না। সাকিবের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে অন সাইডে খেলতে চেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান।
শাই হোপ এবং শিমরন হেটমায়ারের ঝড়ো ব্যাটিংয়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের বিপক্ষে তিন উইকেটে ২১১ রানের বিশাল সংগ্রহ গড়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। জবাবে ইমরান তাহিরের দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৫.২ ওভারে ১২৮ রানে অল আউট হয় অ্যান্টিগা। ফলে ৮৩ রানে ম্যাচ জিতে নেয় গায়ানা। ব্যাট হাতে সাকিব আল হাসান করেন সাত বলে আট রান। এর আগে দুই ওভার বোলিং করেন সাকিব। দুই ওভারে ১৬ রান খরচায় উইকেটশূন্য ছিলেন এই অলরাউন্ডার।
ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৮ রানের দারুণ জয় তুলে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ১ ওভারে ২ রান দিয়ে এক উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৭ রান করে অ্যান্টিগা। জবাবে খেলতে নেমে ১৫৯ রানে থেমেছে ত্রিনবাগোর ইনিংস।
ভেজা মাঠের কারণে দেড় ঘণ্টা পর টস করতে নামতে হয়েছিল সেন্ট লুসিয়া কিংস ও অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফেলকন্সের মধ্যকার ম্যাচটির। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম। এই ম্যাচেও সাকিবকে নিয়েই একাদশ সাজিয়েছিল অ্যান্টিগা।