টসের পরে বৃষ্টিতে ভেসে গেল সাকিবদের ম্যাচ

সাকিব আল হাসান ও ডেভিড ভিসে
ভেজা মাঠের কারণে দেড় ঘণ্টা পর টস করতে নামতে হয়েছিল সেন্ট লুসিয়া কিংস ও অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফেলকন্সের মধ্যকার ম্যাচটির। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম। এই ম্যাচেও সাকিবকে নিয়েই একাদশ সাজিয়েছিল অ্যান্টিগা।

promotional_ad

ম্যাচের দিন সকালে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় অপেক্ষায় থাকতে হয়েছিল দুই দলকেই। টসের ঠিক পরেই আবার শুরু হয় বৃষ্টি। এরপর বৃষ্টি থেমে গেলেও ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। বেশ কয়েক দফা মাঠ পরিদর্শন করেও সুখবর দিতে পারেননি আম্পায়াররা। ফলে দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে।


আরো পড়ুন

ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, কারিমার ঝলকে অ্যান্টিগার প্রথম জয়

১৭ আগস্ট ২৫
ফাইল ছবি

এ নিয়ে অ্যান্টিগা সিপিএলের এবারের আসরে তিন ম্যাচে একটি মাত্র ম্যাচে জয় পেয়েছে। অন্যদিকে অ্যান্টিগার বিপক্ষে ম্যাচটি দিয়ে পয়েন্ট টেবিলে খাতা খুলেছে সেন্ট লুসিয়া। তারা আর কোনো ম্যাচে মাঠে নামেনি। টসের পর দুই দলের অধিনায়কই জয় নিয়ে আশাবাদী ছিলেন। বৃষ্টি হলেও পুরো ম্যাচই খেলার আশায় ছিলেন তারা।


promotional_ad



আরো পড়ুন

যুক্তরাষ্ট্রে আটালান্টা ফায়ারের হয়ে খেলবেন সাকিব

১৫ আগস্ট ২৫
ফাইল ছবি

সেন্ট লুসিয়া কিংসের অধিনায়ক ডেভিড ভিসে বলেছিলেন, 'হ্যাঁ, খুব উদগ্রীব হয়ে আছি। অনেক বড় দায়িত্ব নিতে হচ্ছে। ফাফ (ডু প্লেসি) একটি দারুণ ভিত্তি গড়ে দিয়েছে আর আমি আশা করি সেই সাফল্যকে ধরে রাখতে পারব। আমি জানি শিরোপা জেতা কঠিন এবং সেটা ধরে রাখা আরও কঠিন। আমরা একেকটা ম্যাচ ধরে এগোতে চাই।'


অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম বলেছিলেন, 'অনেক বৃষ্টি হয়েছে, তাই উইকেট থেকে সর্বোচ্চ সুবিধা নিতে চাই। আমরা শুধু চাই গতকালের মতো খেলতে। ১৩০ বা ১৪০ রানও আমরা মেনে নেব। টানা ম্যাচ জেতা খুব গুরুত্বপূর্ণ। আশা করি আমরা তাদের আন্ডার-পার স্কোরে আটকে রাখতে পারব। ওডেন স্মিথ দুর্ভাগ্যজনকভাবে খেলছে না, তার জায়গায় শামার স্প্রিংগার খেলছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball