বাংলাদেশ ক্রিকেট

বিসিবির বিশেষ ক্যাম্পে দেশের ৮০ লেগ স্পিনার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:44 শনিবার, 27 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্ব ক্রিকেটে লেগ স্পিনারদের দাপট চললেও সেখানে অনেকটা পিছিয়ে বাংলাদেশ। সবশেষ কয়েক বছর লেগ স্পিনারের জন্য বাংলাদেশ কেবলই হাহাকারই করেছে। ‘উইকেটশিকারি’ বোলারদের তুলে আনতে দেশের আনাচে-কানাচে থেকে ৮০ জন তরুণ লেগ স্পিনারকে খুঁজে বের করেছে বিসিবির গেম ডেভেলপমেন্ট। যাদের নিয়ে করা হবে বিসিবির বিশেষ ক্যাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদ মাহমুদ সুজন।

জুবায়ের হোসেন, তানবীর হায়দারদের নিয়ে বড় স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের সমর্থকরা। তবে সেই স্বপ্নের পূর্ণতা পায়নি একটুও। মাঝে আশা দেখিয়েছিলেন মিনহাজুল আবেদিন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লবরা। তবে কেউই জাতীয় দলে থিতু হতে পারেননি। সবশেষ কয়েক মাসে লেগ স্পিনে বাংলাদেশ ভরসা খুঁজে পেয়েছে রিশাদ হোসেনের মাঝে। বাংলাদেশের হয়ে ভালো খেলায় ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত ম্যাচ পাচ্ছেন তিনি।

রশিদ খান, যুবেন্দ্র চাহালদের মতো লেগ স্পিনার বের করতে বিসিবির গেম ডেভেলপমেন্টে কাজ করছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার শাহেদ মেহমুদ। রংপুর, ফরিদপুর, রাজশাহী থেকে দেশের বেশিরভাগ জেলায় নিয়ে স্থানীয় কোচদের সঙ্গে নিয়ে ৮০ জন লেগ স্পিনার খুঁজে বের করেছেন তিনি। যাদের নিয়ে আগামী ২ ও ৩ মে বিসিবির একাডেমি মাঠে হবে ক্যাম্প।

চূড়ান্ত ট্রায়ালের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের শিক্ষাবৃত্তি প্রদান ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সুজন বলেন, ‘লেগ স্পিনার নিয়ে অবশ্যই আমাদের বাড়তি চিন্তা আছে। (বিসিবির গেম) ডেভেলপমেন্টে শাহেদ মেহমুদ আছেন লেগ স্পিন কোচ হিসেবে। এরই মধ্যে আমরা অনেক লেগ স্পিনার নিয়ে ট্যালেন্ট হান্ট করেছি।’

‘৮০ জনকে খুঁজে বের করেছি। শাহেদ বাংলাদেশের আনাচে-কানাচে গিয়েছে। রংপুর, ফরিদপুর, রাজশাহী... সব জায়গায় গিয়ে কাজ করে ট্যালেন্টগুলো বের করে এনেছে। শিগগিরই আমরা দুই ভাগে ৪০ জন করে ৮০ জনের সঙ্গে ক্যাম্প শুরু করব। আগামী ২ ও ৩ মে এই ক্যাম্প হবে।’

৮০ জনকে নিয়ে দুদিনের বিশেষ ক্যাম্প শেষে সংখ্যাটা নামিয়ে আনা হতে পারে ২০ জন। প্রতিভা সম্পন্ন সেই তরুণ লেগ স্পিনারদের নিয়ে তিন সপ্তাহের স্কিল ক্যাম্প করতে চায় বিসিবি। এ প্রসঙ্গে সুজন বলেন, ‘সেখানে আমরা বাছাই করে এই ক্যাম্পটা আরও ছোট করব। পরে ২০ জনে এনে আমরা তাদেরকে প্রাধান্য দিয়ে কাজ করব।’

দেশের বিভিন্ন জেলা থেকে এত বেশি লেগ স্পিনার খুঁজে বের করতে পারায় বেশ খুশি সুজন। এদিকে কদিন আগে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন মুশতাক আহমেদ। প্রাথমিক চুক্তি অনুযায়ী আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে কাজ করবেন পাকিস্তানের এই লেগ স্পিন গ্রেট। তরুণদের শেখাতে চূড়ান্ত ক্যাম্পে ডাকা হতে পারে মুশতাককেও।

এ প্রসঙ্গে সুজন বলেন, ‘আমাদের এখন অনেক লেগ স্পিনার উঠে এসেছে। আমি খুবই খুশি। আগে যথাযথ যত্নের অভাব ছিল। এজন্য লেগ স্পিনার কোচ আমরা একজন নিয়েছি ডেভেলপমেন্টে। আমি খুব খুশি যে, মুশতাক (আহমেদ) ভাই আমাদের জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি মনে করি, উনি যদি বেশি সময় ধরে আমাদের সঙ্গে থাকেন, তাহলে এখান (লেগ স্পিন ক্যাম্প) থেকে বেশ কয়েকজন লেগ স্পিনার পাওয়া যাবে।’