ব্যাটিং ব্যর্থতায় হোয়াইটওয়াশ বাংলাদেশ

নারী ক্রিকেট
ব্যাটিং ব্যর্থতায় হোয়াইটওয়াশ বাংলাদেশ
ব্যাটিং ব্যর্থতা যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশের, ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ নারী দলের ব্যাটিংটাই সবচেয়ে বড় দূর্বলতা। বড় শটে নিয়মিত চার-ছক্কার মারার সামর্থ্য যেমন নেই তেমনি এক-দুই রান করে খেলায়ও খানিকটা অপরিপক্ক নিগার সুলতানা জ্যোতিরা। ওয়েস্ট ইন্ডিজে পুরো সফরে সেই ব্যাটিং ব্যর্থতায় ‍ভুগতে হলো সফরকারীদের। বোলারদের কল্যাণে একটি ওয়ানডে জিতলেও বাকি দুটোতে বড় দায় ব্যাটারদের।টি-টোয়েন্টিতেও সেটার ধারাবাহিকতা ধরে রেখেছিলেন বাংলাদেশের মেয়েরা।

প্রথম টি-টোয়েন্টিতে লড়াইয়ের খানিকটা পুঁজি পেলেও দেওয়ান্দ্রা ডটিনের ঝড়ো ব্যাটিংয়ের সামনে সেটা যথেষ্ট ছিল না। পরের ম্যাচে ক্যারিবীয়দের দেয়া পাহাড়সম লক্ষ্য তাড়ায় একশও ছুঁতে পারেননি জ্যোতিরা। আগের দুই ম্যাচের মতো শেষ টি-টোয়েন্টিতেও বলার মতো কিছু করে দেখাতে পারলেন না বাংলাদেশের ব্যাটাররা। ১০৫ রানের সহজ লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ পেরিয়ে গেছে ৫ উইকেট হাতে রেখেই। টানা তিন হারে ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ।

সিরিজের শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন দুই নিয়মিত ওপেনার কিয়ানা জোসেফ ও হেইলি ম্যাথিউস। তাদের দুজনের জায়গায় ওপেন করতে নেমেছিলেন জেনাবা জোসেফ ও নেরিসা ক্রাফটন। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তাদের দুজনের কেউই। ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দেন সুলতানা খাতুন। 

নিজের করা দ্বিতীয় বলেই ক্রাফটনকে বোল্ড করেন ডানহাতি এই স্পিনার। ক্রাফটন ফিরেছেন ৫ রানে। আরেক ওপেনার জোসেফ ফিরেছেন একটু পরই ফাহিমা খাতুনের বলে স্টাম্পিং হয়ে। তিনি করেছিলেন ১৬ বলে ১০ রান। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে তিনে নামা জেনেলিয়া গ্লাসগো শুরুটা দারুণ করেছিলেন। ডটিনকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে যাচ্ছিলেন। 

পুরো সিরিজে বাংলাদেশের ওপর ঝড় তোলা ডটিনকে অবশ্য এদিন খুব বেশিক্ষণ টিকতে দেননি রাবেয়া খান। তরুণ এই স্পিনারের বলে ফাহিমার হাতে ক্যাচ দিয়েছেন ১২ বলে ১০ রান করা ডটিন। পরের ওভারে আউট হয়েছেন গ্লাসগো। ২৮ বলে ২৫ রান করা তিনিও স্টাম্পিং হয়েছেন ফাহিমার বলে উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে। ৫৬ রানে ৪ উইকেট তুলে নিলেও জয় পাওয়া হয়নি বাংলাদেশের।

ওয়েস্ট ইন্ডিজকে একাই পথ দেখিয়েছেন শাবিকা গাজনাবি। ২৪ বছর বয়সী ডানহাতি ব্যাটার শেষ পর্যন্ত ২৫ বলে ২৭ রানে অপরাজিত থেকে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন। তাকে সঙ্গ দিয়েছেন ২২ বলে ১৪ রান করা জাইদা জেমস। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ফাহিমা ও সুলতানা। বাকি একটি উইকেট শিকার করেছেন আরেক স্পিনার রাবেয়া। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান তোলে বাংলাদেশের মেয়েরা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেছেন অধিনায়ক জ্যোতি। এ ছাড়া দিলারা আক্তার ২১, মুর্শিদা খাতুন ১৩ এবং তাজ নেহার ১০ রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একাই তিন উইকেট নিয়েছেন গ্লাসগো। একটি করে উইকেট পেয়েছেন জাইদা, আশমিনি মুনিসার এবং আফি ফ্লেচার।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ নারী দল- ১০৪/৮ (২০ ওভার) (জ্যোতি ৩৩, দিলারা ২১, মুর্শিদা ১৩; গ্লাসগো ৩/১৫)

ওয়েস্ট ইন্ডিজ নারী দল- ১০৫/৫ (১৮.৩ ওভার) (শাবিকা ২৭*, গ্লাসগো ২৫, ডটিন ১০; ফাহিমা ২/১৪, সুলতানা ২/৩০

আরো পড়ুন: নারী ক্রিকেট