পার্থক্য গড়ছে সাকিব অ্যান্ড কোং

ছবি:

আইপিএলে পর পর দুই ম্যাচে মামুলি স্কোর গড়েও জয় ছিনিয়ে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাই এর ঘরের মাঠে মাত্র ১১৮ রান করেও ৩১ রানের বড় জয় পেয়েছে কেন উইলিয়ামসনের দল।
পরের ম্যাচে শক্তিশালী কিংস ইলেভেন পাঞ্জাবকে ১৩২ রানের ম্যাচ ১১৯ রানে অল আউট করেছে সাকিবরা। চোখ কপালে তোলার মত দুর্দান্ত বোলিং পারফর্মেন্সের মাধ্যমে পর পর দুই ম্যাচে বাজে ব্যাটিং করেও জয় তুলে নিয়েছে হায়দ্রাবাদ।
ফলে আইপিএল পয়েন্ট টেবিলে ৭ ম্যাচে ৫ জয়ে দ্বিতীয় স্থান পাকা করেছে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা। স্বভাবতই দলের সমন্বিত বোলিং পারফর্মেন্স বেশ প্রশংসা পাচ্ছে। সাবেক ভারতীয় ওপেনার আকাশ চোপড়া বলেছেন,

'হায়দ্রাবাদের বোলারদের প্রশংসা করতেই হয়। তারা ১১৮ রান করে মুম্বাইকে ৩১ রানে হারিয়েছে। যেখানে কুয়াশা বোলারদের কাজ কঠিন হওয়ার কথা সেখানে তারা দুর্দান্ত বোলিং করেছে। আবার পাঞ্জাবের বিপক্ষেও একই কাজ করেছে তারা।
রাশিদ খান, বাসিল থাম্পি, সন্দ্বীপ শর্মা, সিদ্ধার্থ কউল ও সাকিব... সাকিব তার কাজ করে দিয়েছে ব্যাটে বলে। হায়দ্রাবাদের ফিল্ডিংও ভালো ছিল, আর পাঞ্জাবের ক্ষেত্রে হয়েছে উল্টোটা।'
তবে এবারের আইপিএলে এখন পর্যন্ত হায়দ্রাবাদকে ভাবাচ্ছে তাদের টপ অর্ডার ব্যাটিং। একমাত্র কেন উইলিয়ামসন ছাড়া কেউই টপ অর্ডারে বড় রান দিতে পারছে না।
যার কারনে মিডেল অর্ডারে সাকিব-মানিশদের উপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। সামনের ম্যাচ গুলোতে হায়দ্রাবাদের উপরের সারির ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে।