শিরোপার খুব কাছে আবাহনী

ছবি:

সুপার লীগে খেলাঘরের বিপক্ষে ম্যাচে সহজেই জিতল টেবিল টপ আবাহনী। খেলাঘরের বিপক্ষে ১২৭ রানের বড় ব্যবধানে জয়ে শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে গেল মাশরাফি-নাসিররা।
আগে ব্যাট করা আবাহনীর ছুঁড়ে দেয়া ২৪২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করে ???েমে মাত্র ১১৪ রানে অল আউট হয়েছে খেলাঘর। মাশরাফি, তাসকিন ও নাসিরদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি খেলাঘর।
মাশরাফি তিন উইকেট গড়ে রেকর্ড করেছেন। ডিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। তাসকিন ও নাসির দুটি করে উইকেট নিয়েছেন। খেলাঘরের কোন ব্যাটসম্যানই বিশেষ কিছু করে দেখাতে পারেনি।

এর আগে বল হাতেও আবাহানীকে চেপে ধরার সুযোগ হাতছাড়া করেছে খেলাঘর। স্কোরবোর্ডে দেড়শ রান তুলতেই আট উইকেট হারিয়ে ফেলার পর সেখান থেকে আবাহনী ২৪১ রানের লড়াকু পুঁজি গড়েছে।
লোয়ার অর্ডারে রান যোগ করার জন্য মেহেদী ও তাসকিনকে ধন্যবাদ দিতে চাইবে আবাহনী। মিরাজ ৪৪ বলে ৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। তাসকিনের সাথে জুটি গড়ে খেলাঘরের হতাশা বাড়িয়েছেন তিনি।
অন্য প্রান্তে থাকা তাসকিনের ব্যাট থেকে এসেছে মূল্যবান ২৬ রান। খেলাঘরের হয়ে দিনের সেরা বোলার ছিলেন আব্দুল হালিম। চার উইকেট শিকার করেছেন তিনি।
এই ম্যাচে আবাহনী জয় পাওয়ায় ডিপিএলের শেষ রাউন্ডে লিজেন্ড অব রুপগঞ্জের বিপক্ষে ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিনত হয়েছে।