ক্রিকেটে ফিরতে চান স্মিথ-ওয়ার্নাররা

ছবি:

বল টেম্পারিংয়ের ঘটনায় জড়িয়ে একবছরের নিষিদ্ধ হতে হয়েছে দুই অজি তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে। ভুল মেনে নিয়ে বোর্ডের শাস্তি মাথা পেতে নিয়েছে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটরা।
তবে বিনা লড়াইয়ে হার মানতে নারাজ এই অজি ক্রিকেটাররা। ক্রিকেট অস্ট্রেলিয়ার শাস্তির বিরুদ্ধে আপিল করবেন এই তিন ক্রিকেটার, অজি মিডিয়ায় এমন আভাস পাওয়া গেছে।

আন্তর্জাতিক ক্রিকেট না হোক, দেশে ও বিদেশে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি চাইবে স্মিথরা। ইংলিশ কাউন্টি দল সামারসেটের সাথে চলতি মৌসুমে খেলার কথা ছিল ক্যামেরুন ব্যানক্রফটের।
বল টেম্পারিংয়ে জড়িয়ে পড়ায় সামারসেট চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করলে হয়তো কাউন্টিতে খেলার অভিজ্ঞতা অর্জন করতে পারবে এই তরুন অস্ট্রেলিয়ান।
তাই স্মিথ ও ওয়ার্নারদের সাথে ব্যানক্রফটও নিজেদের ক্রিকেটের মধ্যে রাখতে ঘরোয়া ক্রিকেটে খেলে যাওয়ার অনুমতি চেয়ে অস্ট্রেলিয়ান বোর্ডের কাছে আবেদন করবেন।