promotional_ad

ভারতের সামনে টি-টুয়েন্টির নতুন ব্র্যান্ড বাংলাদেশ

promotional_ad

নিদাহাস ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। নিজেদের শেষ ম্যাচ জয় পাওয়া দু দলই এই ম্যাচে জয় পেতে মরিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেলেও দ্বিতীয় সাক্ষাতে দাপুটে জয় তুলে নিয়েছে ভারত।


অন্যদিকে, বাংলাদেশ দল রেকর্ড রান তাড়া করে জয়ে পেয়েছে স্বাগতিকদের বিপক্ষে। তবে, জয়ের পরও বাংলাদেশ দলকে ভাবাচ্ছে বোলারদের দৈন্য পারফরম্যান্স। বিশেষ করে পেসারদের বাজে বোলিং। তাসকিন-মুস্তাফিজরা দুই ম্যাচেই রান দিয়েছেন উজার হাতে।


তবে, দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও নামজুল ইসলাম অপু দুই ম্যাচেই ভালো বোলিংয়ের সাক্ষর রেখেছেন। ব্যাটসম্যানরা অবশ্য রানের মধ্যেই আছেন। বিশেষ করে লিটন কুমার দাস ও মুশফিকুর রহীমের সাম্প্রতিক ফর্ম বড় স্বপ্ন দেখাচ্ছে টাইগারদের।


অন্যদিকে, ভারতীয় পেসাররা চলতি সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন। সঙ্গে  নিজেদের কাজটা ঠিক ভাবেই করে যাচ্ছেন দুই স্পিনার ওয়াশিংটন সুন্দর ও যুজবেন্দ্র চেহেল।


তবে, ভারতীয়দের মূল কাজটা করে দিতে হবে ব্যাটসম্যানদেরই। এদিকে, বাংলাদেশ দলের মূল লক্ষ্যে নিজেদের গত ম্যাচের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখা।


promotional_ad

কারণ টি২০তে বাংলাদেশ দলের পারফরমেন্স ধরে রাখার কোন নজির নেই। টাইগারদের পরিসংখ্যান ঘাটলে দেখা যায় ৭৩ টি ম্যাচে খেলে মাত্র ২২ টিতে জয় পেয়েছে বাংলাদেশ দল। এর মধ্যে ১০ টি ম্যাচই আইসিসির সহযোগী দেশগুলোর বিপক্ষে।


তবে, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া বড় জয়গুলো এই ম্যাচে অনুপ্রেরণা দিতে পারে বাংলাদেশ দলকে। ভারতের বিপক্ষে এখনও টি২০ ক্রিকেটে জয়ের দেখা পায়নি বাংলাদেশ দল। ৬ ম্যাচ খেলে সবকটিতেই হারতে হয়েছে টাইগারদের।


তবে নিদাহাস ট্রফিতে ভারতের বেশ কয়েকজন নিয়মিত পারফর্মার না খেলায় কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে বাংলাদেশ দল। যদিও দলের অন্যতম সেরা পারফর্মার অধিনায়ক সাকিব আল হাসানকে এই চলতি সিরিজে পাচ্ছে না টাইগাররা।


ভেন্যুঃ আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো।


পিচ ও কন্ডিশনঃ আবহাওয়া বার্তা অনুযায়ী বুধবার কলম্বোতে বৃষ্টির জোড় সম্??াবনা রয়েছে। তবে, গত ম্যাচগুলোর মতো এই ম্যাচেও ব্যাটিং সহায়ক হবে উইকেট। পেসাররা বলে গতির বৈচিত্র আনতে পারলে সফল হতে পারবেন।


বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)- 


তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি/ তাসকিন আহমেদ/আবু হায়দার রনি, রুবেল হোসেন, নাজমুল ইসলাম। 


ভারত একাদশ (সম্ভাব্য)-


রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিষ পান্ডে, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), বিজয় শঙ্কর, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, শার্দূল ঠাকুর, জয়দেব উনাদকাট। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball