‘ফখর-সাইম একসঙ্গে খেললে ওয়ানডেতে পাকিস্তান ৪০০ করবে’

ছবি: সাইম আইয়ুব (বামে), ফখর জামান (ডানে), ফাইল ফটো

গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর পাকিস্তান দলে নেই ফখর। বাঁহাতি এ ওপেনারকে ফিটনেস সমস্যার কথা বলে বাদ দেয়া হলেও মূল কারণ ভিন্ন, এমনটাই দাবি পাকিস্তানের গণমাধ্যমের।
ওয়ানডে সিরিজ শেষ ফখর জামানের
৪ আগস্ট ২৫
গত অক্টোবরে 'বাবর আজমকে দল থেকে বাদ দেয়া হচ্ছে'— এমন একটি খবর গুঞ্জন উঠলে সামাজিক যোগাযোগমাধ্যমে এর কড়া সমালোচনা করেন ফখর। তার সেই পোস্টটি একেবারেই পছন্দ করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ফখরকে কারণ দর্শানোর নোটিশও দেয় পিসিবি। ফখর অবশ্য সেটির জবাব দেন। কিন্তু বোর্ড তাতে সন্তুষ্ট হয়নি। পাকিস্তানের গণমাধ্যমে তাই জোর গুঞ্জন, ওই পোস্টের কারণেই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে ফখরকে। একই কারণে জাতীয় দলেও নেই তিনি।
বাংলাদেশের উইকেট ধোঁকা দিয়েছে, স্বীকার করলেন সাইম আইয়ুব
২ আগস্ট ২৫
ওয়ানডে দলের ওপেনিংয়ে সাইম আইয়ুবের সঙ্গে ফখরের গুরুত্ব বোঝাতে সম্প্রতি ইউনিস খান বলেন, ‘ফখর জামানের অবশ্যই দলে থাকা উচিত। ফখর ও সাইম একসঙ্গে খেললে আমরা ওয়ানডেতে ৪০০–ও করতে পারব। দলের জন্য যেসব খেলোয়াড় নিজেদের নিংড়ে দিয়েছে, পিসিবি তাদের প্রতি সমর্থন দিয়ে প্রজ্ঞাবানের পরিচয় দিয়েছে।’
ফখরের ওই ঘটনার পর পিসিবিতেও অবশ্য পরিবর্তন এসেছে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন আকিব জাভেদ। তিনি সকলের জন্য ‘দলের দরজা খোলা’ বলে মন্তব্যও করেছেন। কিন্তু সম্প্রতি জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকা সফরে ফখর না থাকায় ধরেই নেয়া যায় চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনায় তিনি নেই।