বাংলাদেশের উইকেট ধোঁকা দিয়েছে, স্বীকার করলেন সাইম আইয়ুব

বাংলাদেশ
বাংলাদেশের উইকেট ধোঁকা দিয়েছে, স্বীকার করলেন সাইম আইয়ুব
সাইম আইয়ুব, পিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সর্বশেষ বাংলাদেশ সফরটি ভালো যায়নি সাইম আইয়ুবের। তিন ম্যাচে মোটে ২৮ রান করেছেন পাকিস্তানের এই ওপেনার। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন তিনি।

ব্যাট হাতে ৫৭ রান করার পাশাপাশি বল হাতেও ২ উইকেট নিয়েছেন তিনি। তার অলরাউন্ড নৈপুণ্যেই পাকিস্তান ১৪ রানের জয় পেয়েছে। সাইম জানিয়েছেন তিনি এবং ফখর জামান শুরুতে কিছুটা ধরে খেলার চেষ্টা করেছিলেন। এই পরিকল্পনাতেই সফল হয়েছেন তিনি।

পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজটি খেলছে যুক্তরাষ্ট্রের লডারহিলে। এই পিচ নিয়ে মন্তুব্য করতে গিয়ে বাংলাদেশকে টেনে এনেছেন সাইম। জানিয়েছেন সর্বশেষ বাংলাদেশ সফরে তারা স্পিন উইকেট আশা করেছিলেন।

যদিও সেখানে পেসাররাই বেশি প্রাধান্য পেয়েছেন। সেই তুলনায় লডারহিলের উইকেট বেশ স্পিন সহায়ক ছিল। সাইম বাংলাদেশ সফরে ছিলেন উইকেট শুন্য। সেখানে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ম্যাচেই পেয়েছেন জোড়া উইকেট। পরের ম্যাচগুলোতেও স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন বলে বিশ্বাস সাইমের।

তিনি বলেন, 'বাংলাদেশে আমরা স্পিন সহায়ক উইকেট আশা করেছিলাম, কিন্তু সেখানে আসলে পেসাররাই বেশি সহায়তা পেয়েছিল। তবে লডারহিলের উইকেট ছিল শুষ্ক এবং স্পিনারদের সহায়ক। যদি পরের ম্যাচগুলোতেও একই ধরনের কন্ডিশন থাকে, তাহলে স্পিনাররাই বড় ভূমিকা রাখবে।'

সাইম বলেছেন, 'নিয়মিত শট খেলা কঠিন ছিল। নতুন ব্যাটারদের জন্য টিকে থাকা ছিল আরও কঠিন। তবে আমাদের কম্বিনেশন ভালো কাজ করেছে, এবং প্রতিটি খেলোয়াড় পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে প্রস্তুত।'

আরো পড়ুন: সাইম আইয়ুব