নাটকীয় ম্যাচে দুর্দান্ত সোহানে খুলনা জিতল এক রানে

সংবাদ
নাটকীয় ম্যাচে দুর্দান্ত সোহানে খুলনা জিতল এক রানে
ম্যাচসেরার পুরষ্কার হাতে সোহান, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে লো-স্কোরিং ম্যাচে বরিশালকে এক রানে হারিয়েছে খুলনা বিভাগ। শেষ ওভারে অধিনায়ক ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের দারুণ তিনটি থ্রো'তে স্টাম্প ভাঙলে ফিরে যায় বরিশালের তিন ব্যাটার। শেষ বলে দুই রান লাগলেও তা নিতে ব্যর্থ হয় দলটি।

১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ইফতিখার হোসেন ইফতির (১) উইকেট হারায় বরিশাল। ফজলে মাহমুদ রাব্বি আগের ম্যাচে ৭৭ রানের ইনিংস খেললেও এ দিন নাহিদুল ইসলামের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে দশ রানে ফিরে যান।

মইনুল ইসলামকেও (১) ফেরান নাহিদুল। এরপর মেহেদী হাসান রানার বলে পাঁচ রান করা আহরার আমিনকে হারায় বরিশাল। নিজের পরের ওভারে সোহাগ গাজীকেও বিদায় করেন রানা। ৬৬ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল।

এমন বিপর্যয়েও উইকেটের আরেক প্রান্তে দাঁড়িয়ে রান তুলতে থাকেন ওপেনার আব্দুল মজিদ। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক সোহাগ গাজীও। ব্যক্তিগত ৭ রানে গাজীকে ফিরিয়ে পরপর দুই ওভারে ২ উইকেট দখলে নেন পেসার মেহেদী হাসান রানা। 

খাদের কিনারা থেকে মইন খানকে সঙ্গে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন আব্দুল মজিদ। ৫৩ বলে ৫১ রান করা মজিদকে বোল্ড করে বিদায় করেন মৃত্যুঞ্জয় চৌধুরী। জয়ের জন্য শেষ ৬ বলে বরিশালের ৯ রান লাগলেও সোহান দৃঢ়তায় এক রানে ম্যাচ জিতে খুলনা।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট ১৩০ রান করে খুলনা। বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বির তোপে এ দিন সেভাবে সুবিধা করতে পারেনি খুলনা। ৪ ওভারে ২৩ রান চার উইকেট নেন রাব্বি।

খুলনার ইনিংসে সর্বোচ্চ ৩৯ রান করেন সোহান। এ ছাড়া ওপেনার এনামুল হক বিজয়ের ব্যাটে আসে ১৮ বলে ২৪ রান। এ ছাড়া মোহাম্মদ মিঠুন ১৯ বলে ১৪, মৃত্যুঞ্জয় চৌধুরি ১৯ বলে ১৩ ও জিয়াউর রহমান ৮ বলে ১৭ রান করেন।

আরো পড়ুন: এনসিএল টি-টোয়েন্টি