২৬ সেপ্টেম্বর শুরু এনসিএল টি-টোয়েন্টি, ভেন্যু সিলেট

ঘরোয়া
২৬ সেপ্টেম্বর শুরু এনসিএল টি-টোয়েন্টি, ভেন্যু সিলেট
এনসিএল টি-টোয়েন্টি, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
দেশজুড়ে প্রতিকূল আবহাওয়ার কারণে ১৬ সেপ্টেম্বর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় কয়েক দিনের ব্যবধানে আবারও মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টে। আগামী ২৬ সেপ্টেম্বর আবারও শুরু হচ্ছে এনসিএল টি-টোয়েন্টি। যার ফাইনাল হবে ১২ অক্টোবর।

এনসিএল টি-টোয়েন্টির গত আসর অনুষ্ঠিত হয়েছে সিলেটে। তবে সবার চাওয়ার ভিত্তিতে এবং ক্রিকেটকে সারাদেশে ছড়িয়ে দেয়ার অংশ হিসেবে নতুন করে দুইটি ভেন্যু যোগ করা হয়। যেখানে সিলেটের সঙ্গে যুক্ত করা হয় রাজশাহী ও বগুড়াকে। গত ১৪ সেপ্টেম্বর পর্দা উঠে এনসিএল টি-টোয়েন্টির এবারের আসর। যদিও বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্টে বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি।

উদ্বোধনী দিনে বৃষ্টি বাধায় রাজশাহীতে ঢাকা মেট্রো ও রাজশাহীর ম্যাচ হয়েছে মাত্র ৫ ওভারের। যেখানে মাহফিজুল ইসলাম রবিনের ঝড়ো ব্যাটিংয়ে ঢাকা মেট্রোর কাছে হারে রাজশাহী। একইদিনে বগুড়ায় মাঠে নামার কথা ছিল সিলেট ও রংপুরের। তবে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি মাঠে গড়ায়নি। পরিস্থিতি বেগতিক দেখে বগুড়ার দুইদিনের ম্যাচগুলো সরিয়ে আনা হয় রাজশাহীতে।

বৃষ্টির কারণে রাজশাহীতেও ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। ঢাকা বিভাগ-বরিশাল বিভাগের পাশাপাশি বৃষ্টিতে ভেস্তে গেছে খুলনা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের ম্যাচও। এমন অবস্থায় অনির্দিষ্টকালের জন্য এনসিএল টি-টোয়েন্টি স্থগিতের সিদ্ধান্ত নেয় টেকনিক্যাল ও টুর্নামেন্ট কমিটি। তবে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় আবারও শুরু হচ্ছে টুর্নামেন্টটি।

২৬ সেপ্টেম্বর থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। সিলেটের দুইটি ভেন্যুতে প্রতিদিন দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও অন্য ম্যাচটি হবে আউটারে। ২৪ সেপ্টেম্বর সিলেটে রিপোর্ট করবেন ৮ দলের ক্রিকেটাররা। টুর্নামেন্ট শুরুর আগে ২৫ সেপ্টেম্বর অনুশীলনের সুযোগ পাচ্ছে দলগুলো।

একদিনের প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হচ্ছে তাদের। ২৬ সেপ্টেম্বর শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল হবে ১২ অক্টোবর। আপাতত সিলেটকে ভেন্যু হিসেবে রেখেছে টুর্নামেন্ট কমিটি। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই সেখানে হওয়ার কথা। তবে পরিস্থিতির উন্নতি হলে কিংবা সুযোগ থাকলে নক আউটের ম্যাচগুলো অন্য ভেন্যুতে আয়োজন করা হতে পারে। তবে সেটা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি টেকনিক্যাল ও টুর্নামেন্ট কমিটি।

আরো পড়ুন: এনসিএল টি-টোয়েন্টি