রশিদ-ফারুকির তোপে নিউজিল্যান্ডকে হারিয়ে চমক আফগানিস্তানের

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
উগান্ডাকে ১২৫ রানে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত সূচনা পেয়েছে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে তারা নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়ে দিয়ে সুপার এইটে যাওয়ার পথ অনেকটাই সুগম করেছে। এই ম্যাচের রশিদ খানের ঘূর্ণি ও ফজলহক ফারুকির তোপের সামনে দাঁড়াতেই পারেনি কিউইরা। শেষ পর্যন্ত তারা অল আউট হয়েছে মাত্র ৭৫ রানে।
রশিদ ও ফারুকি ৪টি করে উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডকে। এই ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করে আফগানিস্তান। জবাবে খেলতে নেমে রানে অল আউট হয়েছে কিউইরা। মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ৫৩ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলে তারা। এই বিপর্যয় থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি।

নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের রান পেয়েছেন কেবল গ্লেন ফিলিপস ও ম্যাট হ্যানরি। ফিলিপস সর্বোচ্চ ১৮ রান করে আউট হয়েছেন। ১২ রানে অপরাজিত ছিলেন হ্যানরি। বাকি সব ব্যাটাররই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। শুরুতে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপে ধস নামিয়েছিলেন আফগান পেসার ফজলহক ফারুকি।
তিনি প্রথম দুই ওভারেই ২ ওপেনারকে ফিরিয়ে দেন। তৃতীয় ওভারে এসে ড্যারিল মিচেলকে ফেরান তিনি। এরপর বাকি সময়টা ছিল রশিদময়। কেন উইলিয়ামসনকে দিয়ে শুরু। এরপর একে একে মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল ও লকি ফার্গুসনের উইকেট নিয়েছেন তিনি।
শেষদিকে হ্যানরিকে আউট করে কিউইদের ইনিংস গুটিয়ে দেন ফারুকি। তিনি ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বোলিং শেষ করেন। ২টি উইকেট নিয়েছেন মোহাম্মদ নবিও। এর আগে এই ম্যাচে টসে জিতে আফগানিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড।
ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় আফগানিস্তান। ওপেনিং জুটিতেই রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহীম জাদরান মিলে ১০৩ রান যোগ করেন। ইব্রাহীম আউট হয়েছেন ৪১ বলে ৪৪ রান করে। দ্বিতীয় উইকেটে আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে আরও ২৪ রান যোগ করেন গুরবাজ। ওমরজাই ১৩ বলে ২২ রান করে ফিরে গেলে আবারও চাপে পড়ে আফগানিস্তান।
এরপর বেশ কিছু উইকেট হারিয়েছে আফগানরা। তবে একপ্রান্ত আগলে ছিলেন ছিলেন গুরবাজ। তিনি সেঞ্চুরিরও আশা জাগিয়েছিলেন। ইনিংসের শেষ ওভারে তিনি ফিরেছেন ৫৬ বলে ৮০ রান করে। আফগান ব্যাটারদের মধ্যে আর কেউই বলার মতো রান করতে পারেননি। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট ও ম্যাট হ্যানরি। আর একটি উইকেট গেছেন ফার্গুসনের ঝুলিতে।