promotional_ad

গিলের রেকর্ডময় দিনে ইংল্যান্ডের টপ অর্ডারে ধস

রেকর্ডগড়া সেঞ্চুরির পর শুভমান গিল
এজবাস্টনে ব্যাটে-বলে দারুণ দিন কাটিয়েছে ভারত। ইংল্যান্ডকে তারা এদিন ৬০৮ রানের বিশাল এক লক্ষ্য ছুঁড়ে দিয়েছে। জবাবে খেলতে নেমে ধুঁকছে ইংল্যান্ড। তারা ৩ উইকেটে ৭২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে। ভারতের চেয়ে স্বাগতিকরা পিছিয়ে আছে ৫৩৬ রানে।

promotional_ad

সিরিজে সমতা ফেরাতে ভারতের চাই আর ৭ উইকেট। এই মাঠে এখনও জয়ের দেখা পায়নি ভারত। আগের ৮ ম্যাচে ৭টিতেই হেরেছে ভারত। অন্যদিকে একটি ম্যাচ হয়েছে ড্র। তাই ভারতের সামনে রেকর্ড গড়ারও সুযোগ রয়েছে। চতুর্থ দিনে ভারতের এগিয়ে থাকার নেপথ্যে আছেন অধিনায়ক গিল।


আরো পড়ুন

রান করার তাড়না নয়, উপভোগের মন্ত্রে সফল গিল

৪ জুলাই ২৫
শুভমান গিল, ফাইল ফটো

ভারতীয় এই ব্যাটার প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৬২ বলে ১৬১ রান করেছেন। আর তাতেই ইংল্যান্ডের সামনে প্রায় অসম্ভব এক লক্ষ্য ছুঁড়ে দিতে পেরেছে সফরকারীরা। ভারতের দ্বিতীয় ও বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির স্বাদ পেয়েছেন তিনি।


promotional_ad

একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও দেড়শ ছোঁয়া ইনিংস টেস্ট ইতিহাসে নেই আর কারো। এজবাস্টনে দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রান করেছেন গিল। এক টেস্টে তার চেয়ে বেশি রান আছে শুধু একজনেরই। ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিপক্ষে দুই ইনিংসে ৪৫৬ রান করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক গ্রাহাম গুচ (৩৩৩ ও ১২৩)।


আরো পড়ুন

১ বছর পিছিয়ে গেল বাংলাদেশ-ভারত সিরিজ

৫ জুলাই ২৫
ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে তাওহীদ হৃদয়

শেষের দিকে ভারতের ইনিংস টেনেছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তিনি ১১৮ বলে ৬৯ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। এ ছাড়া ওয়ানডে ঘরানার ব্যাটিং করে ৫৮ বলে ৬৫ রান করেন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত। বড় লক্ষ্যে খেলতে নেমে শূন্য রানে ফিরে যান জ্যাক ক্রলি।


ইনিংস বড় করতে পারেননি ইংল্যান্ডের আরেক ওপেনার বেন ডাকেটও। তিনি আউট হয়েছেন ২৫ রান করে। জো রুট ফিরেছেন ৬ রান করে। ইংল্যান্ডের ৩ উইকেটের মধ্যে দুটি উইকেটই নিয়েছেন আকাশ দীপ। আর একটি উইকেট নেন মোহাম্মদ সিরাজ। অলি পোপ ২৪ ও হ্যারি ব্রুক ১৫ রান করে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।


এর আগে ১ উইকেটে ৬৪ রান নিয়ে চতুর্থদিনের খেলা শুরু করেছিল ভারত। দিনের নবম ওভারে করুণ নায়ারকে ফিরিয়ে ইংল্যান্ডকে উইকেট এনে দেন ব্রাইডন কার্স। ৫৫ রান করে আউট হয়েছেন লোকেশ রাহুল। এরপর পান্তকে নিয়ে চতুর্থ উইকেটে ১১০ রান যোগ করেন গিল। ৬৫ রান করে পন্তের বিদায়ের পর গিলের রেকর্ড যাত্রায় সঙ্গী হয়েছেন জাদেজা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball