যুক্তরাষ্ট্রের জয়কে 'ক্রিকেটের সৌন্দর্য' আখ্যা দিলেন উইলিয়ামসন

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানকে হারিয়ে চমক দেখিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের এই জয় মুগ্ধ করেছে বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রিকেট ভক্তদেরও। দলটির এমন জয়কে ক্রিকেটের সৌন্দর্য বলে আখ্যা দিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
পাকিস্তানকে সুপার ওভারে হারিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে শুরু থেকে চাপে রেখে পাকিস্তানকে ১৫৯ রানে বেধে রেখেছিলেন যুক্তরাষ্ট্রের বোলাররা। মূলত ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও ড্র করে বিশ্বকাপের সহ-আয়োজকরা। তবে সুপার ওভারে ১৮ রান তুলে পাকিস্তানকে ১৩ রানে থামিয়ে জয়োৎসবে মাতে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে উইলিয়ামসন বলেছেন, 'এই ধরনের টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা দলগুলোকে কেবল উপকৃতই করবে। টুর্নামেন্টের সময় যেকোনো কিছু ঘটতে পারে, আর এটাই খেলাটির সৌন্দর্য। তবে এটা ক্রিকেটের উন্নতির জন্য দারুণ কিছু।'
এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে ২০ দলের। এর আগে ১৬ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ হলেও এবারের বিশ্বকাপ উত্তেজনায় ছাড়িয়ে যাচ্ছে সেসব আসরকে। বিশ্বকাপ ছাড়া আইসিসির সহযোগী দলগুলো শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলারই সুযোগ পায় না।
এই ধরনের টুর্নামেন্টে খেলে তারা নিজেদের উন্নতি করতে পারবে বলে আশাবাদী উইলিয়ামসন। তিনি বলেছেন, 'দুর্দান্ত একটা ক্রিকেট ম্যাচ ছিল। টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকুক বা না থাকুক, এসব টুর্নামেন্টে সব দলেই প্রতিভাবান খেলোয়াড় থাকে। ওই দিন আপনি কেমন খেলেন (ফল) তার ওপর নির্ভর করে।'
এরই মধ্যে বিশ্বকাপের ১২টি ম্যাচ হয়ে গেলেও নিউজিল্যান্ড কোনো ম্যাচ খেলেনি। তারা শুক্রবার গায়ানায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। তারা খেলছে 'সি' গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আরও রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।