promotional_ad

স্টইনিসের অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়ার অনায়াস জয়

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মার্কাস স্টইনিসের অলরাউন্ড পারফরম্যান্সে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৩৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে প্রথম ইনিংসে ৩৬ বলে অপরাজিত ৬৭ রানের পর বল হাতে ১৯ রান খরচায় তিন উইকেট নেন স্টইনিস। ম্যাচে সেভাবে কোনো সম্ভাবনাই তৈরি করতে পারেনি ওমান। তবে ব্যাটে-বলে সুনির্দিষ্ট সময়ে কিছু ঝলক দেখিয়েছে মধ্য-প্রাচ্যের এই দলটি।


প্রথমে ব্যাটিং করা অস্ট্রেলিয়া ইনিংসের ১৪ ওভার পর্যন্ত করে তিন উইকেটে ৮০ রান। তারপর ডেভিড ওয়ার্নার ও মার্কাস স্টইনিসের ১০২ ঝড়ো জুটিতে বড় রানের পুঁজি পায় অজিরা। শেষ ৬ ওভারে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা তোলে ৮৪ রান।


এতে দলটির সংগ্রহ দাঁড়ায় চার উইকেটে ১৬৪ রান। ব্রিজটাউনে টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ছিল মন্থর গতির। প্রথম আট ওভারে দলটি তোলে মাত্র ৫০ রান। ততক্ষণে প্যাভিলিয়নে ফিরে যান ট্রাভিস হেড (১০ বলে ১২)।


promotional_ad

সেই ৫০ রানের মধ্যে আরও দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। নবম ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে আরও দুটি উইকেট হারায় দলটি। অধিনায়ক মিশেল মার্শ (২১ বলে ১৪) এবং গ্লেন ম্যাক্সওয়েলকে (১ বলে ০) একই ওভারে বিদায় করেন মেহরান খান।


তারপর রান তোলায় গতি বাড়ান দেন স্টইনিস ও ওয়ার্নার। দুই জনেই হাঁকান হাফ সেঞ্চুরি। টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৬তম হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফিরে যান ৫১ বলে ৫৬ রান করেন এই ওপেনার। চারটি চার ও একটি ছক্কায় ইনিংস সাজিয়ে কলিমুল্লাহর বলে শোয়াইব খানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।


স্টইনিস তার ইনিংসটি সাজান দুটি চার আর ছয়টি ছক্কায়। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় হাফ সেঞ্চুরি। শেষদিকে ৫ বলে ৯ রান করে রানআউট হন টিম ডেভিড। ওমানের হয়ে ২টি উইকেট শিকার করেন মেহরান। একটি করে উইকেট নেন বিলাল খান ও কলিমুল্লাহ।


লক্ষ্য তাড়া করতে নেমে ৫৬ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে ওমান। এরপর সপ্তম ও অষ্টম উইকেটে যথাক্রমে ৩২ ও ২৮ রানের জুটিতে একশ রান পার করে দলটি। দলটির হয়ে সর্বোচ্চ ৩৬ রান (৩০ বলে) করেন আয়ান খান।


এ ছাড়া বল হাতে দুই উইকেট নেয়া মেহরান ১৬ বলে ২৭ রান করেন। অধিনায়ক আকিব ইলিয়াসের ব্যাটে আসে ১৮ বলে ১৮ রান। তা ছাড়া শাকিল আহমেদের ১১ রান ছাড়া বাকিদের কেউই আর ২ অংক স্পর্শ করতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও নাথান ইলিস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball